বিজ্ঞাপন

ডিএন‌সি‌সি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে বিএনপির শঙ্কা

January 10, 2018 | 2:27 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা উত্তর সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নি‌য়ে শঙ্কা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপু‌রে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সংশয় জানান।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানীমূলক ১৪টি মামলা রাজধানীর বকশীবাজারের বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। যা প্রতিহিংসামূলক রাজনীতির বহিঃপ্রকাশ। আগামী সংসদ নির্বাচন আবারও একতরফা করতে যে যড়যন্ত্র ও অপচেষ্টা চলছে এটিও তার অংশ।

বিজ্ঞাপন

ডিএনসিসি নির্বাচনের তফসিল ঘোষনা হলেও এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের কোন পরিবেশ নির্বাচনী এলাকায় নেই বলে দাবী করেন রিজভী। বলেন, বিরোধী দলগুলোর সভা সমাবেশ দুরে থাক মতবিনিময় সভা করার মতোও পরিবেশ নেই। গণমাধ্যমে খবর বেরিয়েছে শঙ্কা ও সংশয়ের মধ্যেই তফসিল ঘোষনা হয়েছে। হঠাৎ আইনী মারপ্যাঁচ দেখিয়ে নির্বাচনকে কোন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা হয় কী না তা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন রিজভী। তাছাড়া আদৌ নির্বাচন সুষ্ঠু হবে কী না এমন প্রশ্নও ঘোরপাক খাচ্ছে বলে মন্তব্য এই নেতার।

এ সময় বিএনপির পক্ষ থেকে ডিএনসিসি নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচনী মাঠ সমতল করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সারাবাংলা/এসআর/টিএম/জেএএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন