বিজ্ঞাপন

বিজয়ের মাসে মুক্তি পাচ্ছে ‘পোস্টমাস্টার ৭১’

December 4, 2018 | 1:28 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

অবশেষে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘পোস্টমাস্টার ৭১’। বিজয়ের মাস ডিসেম্বরের ১৪ তারিখ মুক্তি পাবে ছবিটি। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন আবির খান ও রাশেদ শামীম স্যাম। এতে অনেক দিন পর পর্দায় একসঙ্গে দেখা যাবে ফেরদৌস ও মৌসুমীকে। এর আগে কয়েক দফা সিনেমাটি মুক্তি দেয়ার তারিখ ঘোষণা করা হলেও নানা কারণে পেছাতে হয়েছে তা।

সিনেমা প্রসঙ্গে পরিচালক আবির খান সারাবাংলাকে বলেন, ‘তিন মাস আগে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। সবকিছু ঠিক থাকলে বিজয়ের মাসেই সবাই সিনেমাটি দেখতে পারবেন। এটি আমার প্রথম সিনেমা। আমি এর আগে টেলিভিশনের জন্য অনেক নাটক, টেলিছবি নির্মাণ করেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি সিনেমা নির্মাণের ক্ষেত্রে।’

সিনেমার গল্প এগিয়েছে মুক্তিযুদ্ধকালীন এক পোস্টমাস্টারের কাহিনী নিয়ে। সেসময় অনেক মানুষ সরকারি চাকরি করতেন, তাদের মধ্যে অনেকেই ছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবেন কি করবেন না- তা নিয়ে দ্বিধার ছিলেন। পোস্টমাস্টার চাকরিটিও ৭১ সালে পাকিস্তান সরকারের অধিভুক্ত চাকরি ছিল। তেমনি একজন পোস্টমাস্টার যিনি পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়।  চিঠি বিলির মাধ্যমে তিনি মুক্তিযোদ্ধাদের সংঘবদ্ধ করার কাজ করেছেন।এর পাশাপাশি সিনেমায় প্রেম রয়েছে। পোস্টামাস্টারের প্রেম। বলা যায় যুদ্ধের ভেতর দিয়ে মিষ্টি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

সিনেমায় আরও অভিনয় করেছেন অমিত হাসান, শহীদুল আলম সাচ্চু, আল মনসুর, সানজিদ খান প্রিন্সসহ আরও অনেকে। ফেরদৌসকে দেখা যাবে পোস্টামাস্টারের চরিত্রে। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

সারাবাংলা/আরএসও/পিএ/পিএম

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন