বিজ্ঞাপন

শ্যামপুরে স্টিল মিলে কাজ করার সময় ৮ শ্রমিক দগ্ধ

December 17, 2018 | 9:45 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা : রাজধানীর শ্যামপুরের একটি স্টিল মিলে কাজ করার সময় আট শ্রমিক দদ্ধ হয়েছেন।

সোমবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালুর মাঠের ওয়াসা গেট এলাকার কদমতলি স্টিল মিলে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, আব্দুল লতিফ (৩৫), মো. লাবু (২৫), জাহাঙ্গির হোসেন (৩০), আবদুল আজিজ (৩২), আবদুল মান্নান (৪০), আল আমিন (৩০), আফসার আলী (৩৫) এবং শাহ আলম (২৮)। এদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ওই স্টিল মিলের আরেক কর্মী মিরাজুল ইসলাম জানান, কদমতলি স্টিল মিলে কাজ করতে গিয়ে যারা দগ্ধ হয়েছেন তারা সবাই পুরাতন লোহা গলানোর কাজ করতেন। সন্ধ্যায় লোহা গলানোর কাজ শেষ করে তা নামানোর সময় গলিত লোহা তাদের শরীরে এসে পড়ে। এতে আটজন দগ্ধ হন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধ আটজনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে তবে এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কদমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, শ্যামপুরে স্টিল মিলে শ্রমিক দগ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিষয়টির বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন