বিজ্ঞাপন

রাবিতে ‘স্টুডেন্ট মোটিভেশনাল অ্যাসোসিয়েশনে’র যাত্রা শুরু

January 18, 2019 | 10:11 pm

।। রাবি করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

দেশের প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে ‘স্টুডেন্ট মোটিভেশনাল অ্যাসোসিয়েশন’। ‘এসো আলোকিত হই’ স্লোগানকে সামনে রেখে কল্যাণমূলক বাংলাদেশ গড়তে চায় সংগঠনটি।

শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে ১৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডীন প্রফেসর ফজলুল হক। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের প্রফেসর গোলাম কিবরিয়া, ইসলামের ইতিহাস বিভাগের প্রফেসর হারুন অর রশিদ।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাসেল আহমেদ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবুল কালাম।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নাসির উদ্দিন সোহাগ, রওশন আলম, মাসুদ রানা মাহমুদ হোসাইন। সহ-সম্পাদক মামুদ সাকি, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াসফিয়া জান্নাত, কোষাধ্যক্ষ নাইম হোসেন, প্রচার সম্পাদক সাইদ সজল, দপ্তর সম্পাদ হাসান রেজা, শিক্ষা সম্পাদক ইসরাত আখি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অনন্যা তাসনিম, ক্রীড়া সম্পাদক গাজিউর রহমান প্রমুখ।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন