বিজ্ঞাপন

সৎভাবে দায়িত্ব পালনের চেষ্টা করব: খাদ্যমন্ত্রী

January 19, 2019 | 6:27 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমি সৎভাবে আমার দায়িত্ব পালনের চেষ্টা করব। কৃষক, মিল মালিক, চাল ব্যবসায়ী সবার স্বার্থ রক্ষা করে আমাদেরকে কাজ করতে হবে।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে শহরের ঠিকানা কমিউনিটি সেন্টারে নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের উদ্যোগে খাদ্যমন্ত্রীকে সংবর্ধনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশের হাসকিং মিলগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে। অটোমেটিক রাইস মিলের চাপে তারা মারা যাওয়ার উপক্রম। এই মিলগুলোকে চালু করতে পারলে কৃষকরা ধানের নায্যমূল্য পাবেন কারণ তখন ধান কেনার প্রতিযোগিতা থাকবে। সারাদেশে ভোক্তা, মিল মালিক, কৃষক, ব্যবসায়ী কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাই আমার দপ্তরের চেষ্টা থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা ক্ষুধামুক্ত দেশ করেছি, এখন পুষ্টিকর যুক্ত, ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্যের ব্যবস্থা করতে হবে।’

বিজ্ঞাপন

জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা সভায়  নওগাঁ সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন, ছলিম উদ্দীন তরফদার এমপি, জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা ধান চাল আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন, জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে সংগঠনের নেতারা খাদ্যমন্ত্রীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেন।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন