বিজ্ঞাপন

দুয়েকদিনের মধ্যে কাদেরের আর্টিফিশিয়াল ডিভাইস খুলে ফেলা হতে পারে

March 6, 2019 | 12:51 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

আগামী দুই একদিনের মধ্যে ওবায়দুল কাদেরের আর্টিফিশিয়াল ডিভাইসগুলো খুলে ফেলা হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার হালনাগাদ বিষয় নিয়ে বুধবার (৬ মার্চ) দ্বিতীয় বারের মত ব্রিফ করেন পাঁচ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ। এ সময় বোর্ডের অন্য সদস্যরা তার সাথে ছিলেন।

ব্রিফিং এর পর বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী ডা. ফিলিপের বক্তব্যের আলোকে ওবায়দুল কাদের এর চিকিৎসার আপডেট উপস্থিত সবাইকে জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন: কা‌দেরের সব অর্গান কাজ করছে: হানিফ

এ সময় ডা. নাসার জানান, আজকে সাড়ে বারটার সময় আমরা সিঙ্গাপুরের মেডিক্যাল টিমের সাথে বসেছিলাম। আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা হয়েছে। সড়ক পরিবহনমন্ত্রীর সব পরীক্ষার রিপোর্টগুলো দিনদিন ভালোর দিকেই যাচ্ছে। তার কিডনী এখন খুবই স্ট্যাবল আছে। ইনফেকশনের ব্রিডও অনেক কমে গেছে। ব্লাড কাউন্ট যেটা আগে ২৬ হাজারে ছিল সেটা এখন ১২ হাজারে আছে। ইউরিন আউটপুট, হার্টের কন্ডিশন, প্রেসার এবং হার্টবিটও ভাল আছে।

এভাবে প্রগ্রেস হতে থাকলে হয়তো কালকে কিছু এবং আগামী শুক্রবার দিন বাকি আর্টিফিশিয়াল ডিভাইসগুলো খুলে ফেলা হবে।

বিজ্ঞাপন

আগামীকাল (৭ মার্চ) বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে বারটায় ডা. ফিলিপ আবার ব্রিফ করবেন বলে জানান ডা. আবু নাসার রিজভী।

এসময় কাদেরের স্ত্রী বেগম ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর একেএম আজম ও আতাউর রহমান, ওয়েলফেয়ার অফিসার মো. আল আমিন হোসেন, ডিবিসি নিউজ চ্যানেলের ব্যবস্খাপনা পরিচালক শহীদুল আহসান, অগ্রণী এক্সচেন্জ এর সিইও মো. শরিফুল ইসলাম, সিঙ্গাপুর বাংলাদেশ কমিউনিটির নেতারাসহ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএ/এমএমএইচ/জেএএম

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন