বিজ্ঞাপন

চার ভাষায় নির্মিত হচ্ছে ‘বাধাই হো’

March 19, 2019 | 4:43 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

গেলো বছর আয়ুষ্মান খুরানার জন্য সৌভাগ্যের বলা যায়। তার অভিনীত ‘বাধাই হো’ রীতিমতো বলিউড বক্স অফিস শাসন করেছে। পেয়েছে আকাশচুম্বী সফলতা। মাত্র ২৯ কোটি রুপি বাজেটের ছরি ২০০ কোটির মাইলফলক স্পর্শ করে।

বিজ্ঞাপন

এদিকে বছর পেরিয়ে গেলেও সেই ছবির রেশ এখনো কাটেনি। থামেনি আলোচনা। যার প্রমাণ, ছবিটি ভারতের চার ভাষায় নির্মিত হওয়ার সিদ্ধান্ত। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পরিচালক বনি কাপুর ছবিটির স্বত্ব কিনেছেন।


আরও পড়ুন :  শিল্পার ঘর কি ভাঙছে?


তামিল, তেলেগু, মালায়াম ও কান্নাডায় নির্মিত হবে ‘বাধাই হো’। এ প্রসঙ্গে বনি কাপুর বলেন, ‘হ্যাঁ, আমি এই ছবির (বাধাই হো) সকল দক্ষিণী নির্মাণ সংক্রান্ত স্বত্ব কিনে নিয়েছি। এটি এমন একটি ছবি যেটি জনসাধারণকে বার্তা দেবে। সেজন্য এটি আমি পুনঃনির্মাণ করতে আগ্রহী। হিন্দিতে ছবিটি সবার কাছে ভালো লেগেছে। আমি মনে করি দক্ষিণী ভাষাতেও জনিপ্রয় হবে।’

ছবির গল্পে দেখানো হয়েছে মধ্যবিত্ত এক পরিবারে কিছুটা বেশি বয়সের মা’য়ের গর্ভধারণ এবং বিষয়টি নিয়ে সমাজ ও চারপাশের মানুষের দৃষ্টিভঙ্গি। মায়ের এই গর্ভবতী হওয়ার ঘটনা সমাজের কাছে সেই পরিবারের অপদস্ত হওয়ার সামিল বলে মনে হতে থাকে।

বিজ্ঞাপন

ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন অমিত রবিন্দরনাথ শর্মা। বনি কাপুরের হাত ধরে এই পরিচালকের বলিউডে অভিষেক হয়।

সারাবাংলা/আরএসও/পিএ


আরও পড়ুন :

.   চূড়ান্ত হলেন সালমান-আলিয়া

.   জাহালমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ, নিষেধাজ্ঞার আবেদন করলো দুদক

.   গুঞ্জন নিয়ে যা বললেন তারা

.   হলিউডের শীর্ষ প্রভাবশালীর তালিকায় প্রিয়াংকা


বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন