বিজ্ঞাপন

বনানীর এফআর টাওয়ারে আগুন, প্রতি মুহূর্তের আপডেট

March 28, 2019 | 2:08 pm

সারাবাংলা টিম

ঢাকা: রাজধানীর বনানীর কামাল আতার্তুক এভিনিউ’র ২২তলা ভবন এফআর টাওয়ারে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।  আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। ভবনে আটকা পড়েছেন  অনেকেই। অন্তত ৮জন ভবন থেকে নিচে লাফিয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যাচ্ছে। এছাড়া সন্ধ্যার পর উদ্ধার অভিযানে ভবনে থেকে অন্তত ২১ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলায় জানুন প্রতি মুহূর্তের আপডেট:
রাত ৭টা ৫২: নিখোঁজদের স্বজনদের হাসপাতালে খোঁজ নেওয়ার জন্য বলা হচ্ছে।
রাত ৭টা ৫০: উৎসুক জনতাকে ভিড় না করার জন্য লাউড স্পিকারে জানিয়ে দিচ্ছেন ফায়ারের কর্মীরা।
রাত ৭টা ৪৫: একের পর এক অ্যাম্বুলেন্স ছুটছে উদ্ধার করে আনা মরদেহ নিয়ে। মোট কতটি মরদেহ উদ্ধার সম্ভব হলো তা এই মুহূর্তে জানা যায়নি।
রাত ৭টা ৩০: ভবনের বিভিন্ন ফ্লোর থেকে অন্তত ১০ জনের মৃতদেহ উদ্ধার।
সন্ধ্যা ৭টা ১৮: অন্ধকারে ঢাকা পড়েছে পুরো কামাল আতাতুর্ক এভিনিউ। ফায়ার কর্মীরা নিজস্ব আলো নিয়ে এফআর টাওয়ারের বিভিন্ন ফ্লোরে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
সন্ধ্যা ৭টা ১৫: উদ্ধার কাজে আহত হয়েছেন ফায়ারের এক কর্মী। তাকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
সন্ধ্যা ৭টা ০০: ভবনের ভেতরে তল্লাশি করে দেখছেন ফায়ারের কর্মীরা। ল্যাডার নিয়ে একেকটি ফ্লোরে যাচ্ছেন তারা।
সন্ধ্যা ৬টা ৪৪: একের পর এক মরদেহ নামিয়ে এনে হাসপাতালের মর্গে পাঠানো শুরু হয়েছে। অন্তত দুটি মরদেহ নামিয়ে আনা হয়েছে।
সন্ধ্যা ৬টা ৪২: ঘটনাস্থল থেকে সাধারণ উৎসুক জনতা সরিয়ে দেওয়া হয়েছে।
সন্ধ্যা ৬টা ৪০: ঘটনাস্থল থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ও ঢাকা উত্তরের মেয়র। দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি সরকারের রয়েছে, বলেন প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ঢাকার অধিকাংশ ভবনই এখন পরীক্ষা করে দেখার সময় হয়েছে, বলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
সন্ধ্যা ৬টা ৩৫: বডি ব্যাগে করে একটি মরদেহ ল্যাডারে নামিয়ে আনা হলো।
সন্ধ্যা ৬টা ২৯: কাপড়ে ঢাকা রেখে স্ট্রেচারে করে একজনকে ল্যাডারে তুলে আনতে দেখা গেলো ফায়ার কর্মীদের।
সন্ধ্যা ৬টা ২৫: দিনের আলো কমে আসায় ফায়ার সার্ভিসের কৃত্রিম আলোয় উদ্ধার কাজ চলছে।
সন্ধ্যা ৬টা ২৩: ফায়ারের সদস্যরা ভবনের ১৪ তলা থেকে ১ জনকে উদ্ধার করে আনা হয়েছে।
সন্ধ্যা ৬টা ২২: ফায়ার সার্ভিসের কর্মীরা ল্যাডার নিয়ে ভবনের বিভিন্ন ফ্লোরে থেমে থেমে দেখছেন কেউ আটকে রয়েছেন কিনা।
সন্ধ্যা ৬টা ২০: অজ্ঞান অবস্থায় নামিয়ে আনা একজনকে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হলো।
সন্ধ্যা ৬টা ১৮: রোভার স্কাউটের একজন কর্মী জানালেন তিনি ১০ তলা পর্যন্ত উঠে ফের নেমে এসেছেন। ১১তম তলায় এখনো আগুন রয়েছে। এবং ভেতরে অনেক তাপ। তাতে উদ্ধার ব্যহত হচ্ছে।
সন্ধ্যা ৬টা ১৬: অজ্ঞান অবস্থায় একজনকে উদ্ধার করে ল্যাডারে তুলে এনেছেন ফায়ারের কর্মীরা।
সন্ধ্যা ৬টা ১৫: ভবন থেকে নেমে আসা কয়েকজন জানাচ্ছেন ভবনের ভেতরে বিভিন্ন ফ্লোরে ধোঁয়ার কারণে সাফোকেশনে পড়েন তারা।
সন্ধ্যা ৬টা ১০: ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠনের ঘোষণা
সন্ধ্যা ৬টা ১০: ফায়ার সার্ভিস জানাচ্ছে- বিকেল ৪টা ৪৫ মিনিট থেকেই আগুন নিয়ন্ত্রণে রেখে নেভানোর চেষ্টায় রয়েছে দমকল কর্মীরা।
সন্ধ্যা ৬টা ০০: ভবনের বিভিন্ন ফ্লোরে ঢুকে ফায়ারের কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।
বিকেল ৫টা ৫০: রেডিও টুডে জানাচ্ছে, তাদের সম্প্রচার সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।
বিকেল ৫টা ৩৮: উদ্ধারের পর আহত আরও একজনকে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হলো।

বিকেল ৫টা ৩৫: ফায়ারের কর্মীরা ভবনের ভেতর থেকে উদ্ধার করে সিঁড়ি দিয়ে নামিয়ে আনলেন বেশ কয়েকজন।
বিকেল ৫টা ৩০: ভবনের একটি ফ্লোরে এখনো আগুন জ্বলছে। নেভানোর চেষ্টায় দমকল কর্মীরা।
বিকেল ৫টা ১৮: আরও দুই জনের মৃত্যুর খবর। বনানীর আগুনে সব মিলিয়ে এ পর্যন্ত নিহত সাত জন। এর মধ্যে একজন বিদেশি ও একজন নারী রয়েছেন।
বিকেল ৫টা ১৫: ভবনের একাধিক ফ্লোরে এখনে আটকে পড়া কয়েকজনকে দেখা যাচ্ছে। কেউ কেউ রশি বেঁধে নামার চেষ্টা করছেন।
বিকেল ৫টা ০৮: ছাদে আটকা রয়েছেন এখনো কয়েকজন। একজনকে দেখা যায় একটি রশি বেয়ে নিচে নামছেন।
বিকেল ৫টা ০০: ভবনের ৭ম থেকে ১৩তম তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। এর মধ্যে দুটি ফ্লোরে এখনো আগুন জ্বলছে।
বিকেল ৪টা ৫৫: ভবনের ফ্লোরে ফ্লোরে জানালার ভাঙ্গা কাচের সামনে ফায়ারের কর্মীদের দেখা যাচ্ছে। এসব জানালায় কিছুক্ষণ আগেও উদ্ধারের অপেক্ষায় ছিলেন আটকে পড়া নারী-পুরুষ।
বিকেল ৪টা ৫০: আগুন ফের কমে এসেছে। ধোঁয়া কমছে।
বিকেল ৪টা ৪৫: ভবনের ১০ম ফ্লোরে ফের দাউ দাউ আগুন দেখা যাচ্ছে।
বিকেল ৪টা ৪৪: ভবনের দুটি ফ্লোরে আগুন আবারও বাড়ছে। ধোঁয়া বাড়ছে। ফায়ারের কর্মীরা সেখানে পানি দিচ্ছেন।
বিকেল ৪টা ৪০: আগুনে আহত আরও একজনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু। এ নিয়ে নিহত ৫। এদের মধ্যে একজন শ্রীলংকান নাগরিক রয়েছেন।
বিকেল ৪টা ৩০: ফায়ারের কর্মীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভবনের বিভিন্ন ফ্লোরে ঢুকে পড়েছেন।
বিকেল ৪টা ২৭: ফায়ারের ক্রেনে এবার নামিয়ে আনা হচ্ছে আরও চারজনকে। এ নিয়ে উদ্ধার ৪৭ জন।
বিকেল ৪টা ২৫: ভবনের ছাদে আটকে পড়া বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে। সেখানে পুলিশের সদস্যরা পৌঁছে গেছেন। উদ্ধারে সহায়তা করছেন।
বিকেল ৪টা ২২: ভবনের ৭ম তলায় আবারও কিছুটা আগুনের ফুলকি দেখা দিলে সেখানে পানি দেওয়া হচ্ছে।
বিকেল ৪টা ২০: ফায়ারের ল্যাডারে নামানো হলো আরও পাঁচ জনকে। এ নিয়ে উদ্ধার ৪৩ জন।
বিকেল ৪টা ১৯: বিভিন্ন ফ্লোরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফলে ধোঁয়ার কুণ্ডলি কিছুটা কমে এসেছে।
বিকেল ৪টা ১৮:  এফআর টাওয়ারের দুই পাশে আহমেদ টাওয়ার ও আউয়াল সেন্টারে এখনো অনেক মানুষ আটকে রয়েছে বলে জানাচ্ছে উদ্ধারকৃতরা।
বিকেল ৪টা ১৫: দুরন্ত টেলিভিশন জানাচ্ছে তাদের সম্প্রচার সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।
বিকেল ৪টা ১৩: ল্যাডারে নামিয়ে আনা হয়েছে আরও পাঁচ জনকে। এ নিয়ে উদ্ধার ৩৮ জন।
বিকেল ৪টা ১২: জানালায় যারা দাঁড়াতে পারছেন, তারা ছাড়াও ভেতরে আটকা রয়েছেন, যারা অজ্ঞান হয়ে পড়েছেন, বলছেন উদ্ধারকৃতরা।

লাফ দিয়ে পড়ছেন আটকে পড়া একজন


বিকেল ৪টা ০৯: দুটি ভবনের বিভিন্ন তলায় এখনো অনেকেই ভাঙ্গা জানালা থেকে উদ্ধারের আকুতি জানাচ্ছেন।
বিকেল ৪টা ০৭: ভবনের কয়েকটি ফ্লোরে ফায়ার সার্ভিসের কর্মীদের দেখা যাচ্ছে। সেসব ফ্লোরে আগুন নিয়ন্ত্রণে
বিকেল ৪টা ০৫: উদ্ধারের জন্য ফের উপরে ক্রেন। তুলে আনা হলো আরও ছয় জনকে। এ নিয়ে উদ্ধার ৩৩ জন।
বিকেল ৪টা ০৩: আরও একটি ফ্লোরে দাউ দাউ আগুন দেখা গেলো। দমকলের কর্মীরা সেখানে পানি ছেটাচ্ছেন।
বিকেল ৪টা ০০: ক্রেন দিয়ে আরও সাতজনকে নামিয়ে আনা হলো। এ নিয়ে উদ্ধার হলো মোট ২৭ জন।
বেলা ৩টা ৫৬: ক্রেন দিয়ে আরও চার জনকে উদ্ধার করে আনা হয়েছে। এ পর্যন্ত ২০ জন আটকে পড়াকে উদ্ধার।
বেলা ৩টা ৫৩: ফায়ার কন্ট্রোল রুম জানাচ্ছে এ মূহুর্তে ২১টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে।
বেলা ৩টা ৫২: দুটি ভবনে ধোয়ার কুণ্ডলি আরও বাড়ছে। পাশের ভবনের ছাদ থেকে রশি দিয়ে আটকে পড়াদের নামানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ফায়ারের কর্মীদের সেখানে দেখা যাচ্ছে।
বেলা ৩টা ৪৭: হেলিকপ্টার থেকে রশি ফেলে একজনকে উদ্ধার করা হয়েছে।
বেলা ৩টা ৪৫: ভবনের বিভিন্ন তলায় জানালার কাচ ভেঙ্গে উদ্ধারের আকুতি জানাচ্ছেন আরও অনেকে।
বেলা ৩টা ৪৪: দুটি হেলিকপ্টার ছাদের কাছাকাছি নেমে উদ্ধারের চেষ্টা করছে।
বেলা ৩টা ৪২: আউয়াল সেন্টারের ১৩ ও ১৪ তলায় দাউ দাউ আগুন দেখা যাচ্ছে।

হেলিকপ্টার দিয়ে উদ্ধারের চেষ্টা

বেলা ৩টা ৪০: প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পাশের ভবন আউয়াল সেন্টারেও আগুন লেগে গেছে। এই ভবনে রয়েছে রেডিও টুডের কার্যালয়। সেখানে আগুন নেভাতে ফায়ারের কর্মীরা পানি ছেটাচ্ছেন।
বেলা ৩টা ৩৭: রাজধানীর ইউনাইটেড হাসপাতাল জানাচ্ছে সেখানে ৮ জনকে নেওয়া হয় যাদের তিন জনই মৃত। বাকি ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
বেলা ৩টা ৩৬: ভেতরে যারা আটকা পড়েছে, তাদের অনেকেরই মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, নিচে জমা হওয়া স্বজন ও সহকর্মীরা এমন দাবি করেছেন।
বেলা ৩টা ৩০: কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া বের হচ্ছে ভবনের বিভিন্ন তলা থেকে। ধোঁয়া ও আগুন বাড়ছে বলেই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।
বেলা ৩টা ২৮: উদ্ধারকৃতদের বনানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধার সংশ্লিষ্টরা।
বেলা ৩টা ২৬: ভবনের ৮ম তলা থেকে আরও তিনজনকে উদ্ধার। একজন নারীকে দ্রুত অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে।
বেলা ৩টা ২৩: ফায়ারের উদ্ধারে নিযুক্ত ক্রেনটি ১৯ তলা পর্যন্ত যেতে পারছে। যারা বিভিন্ন জানালা থেকে হাত নাড়ছেন পর্যায়ক্রমে তাদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধার কর্মীরা।
বেলা ৩টা ২২: ফায়ার সার্ভিসের একটি ক্রেন উদ্ধার কাজে রয়েছে, একটি দিয়ে পানি ছেটানো চলছে, অপরটি বিকল হয়ে পড়েছে।
বেলা ৩টা ২১: ফায়ারের একটি ক্রেন বিকল হয়ে পড়ায় এক উদ্ধার কর্মীর পা কাটা পড়েছে বলে জানিয়েছেন ফায়ারের এক কর্মী।
বেলা ৩টা ২০: পাশের একটি ভাঙা জানালা থেকে কেঁদে কেঁদে উদ্ধারের আকুতি জানাচ্ছেন এক নারী।
বেলা ৩টা ২০: ভবনের ৮ম তলা থেকে আরও চারজনকে ফায়ারের ক্রেনে করে নামিয়ে আনা হচ্ছে।
বেলা ৩টা ১৮: ভবনের ১১, ১২ ও ১৩ তলায় আগুন দেখা যাচ্ছে।
বেলা ৩টা ১২: ভবনের ৭ম ও ৮ম তলায় জানালা ভেঙ্গে অনেককেউ উদ্ধারের আকুতি জানাতে দেখা যাচ্ছে।
বেলা ৩টা ১১: ভবনে ৮ম তলায় ফায়ারের ক্রেন পৌঁছে একজনকে তুলে নিয়েছে।

বিজ্ঞাপন

ভাঙা জানালায় হাত বাড়িয়ে আটকেপড়াদের বাঁচার আকুতি

বেলা ৩টা ১০: ভবনের চতুর্থ তলায় নতুন করে আগুনের নতুন ফুলকি দেখা যাচ্ছে।
বেলা ৩টা ০৯: একটি ক্রেন ভবনের ষষ্ঠতলায় উঠিয়ে নেওয়া হয়েছে আটকে পড়াদের উদ্ধারের জন্য।
বেলা ৩টা ০৪: ক্রেনে করে দুই জনকে নীচে নামিয়ে এনে দ্রুত অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে।
বেলা ৩টা ০৩: নাকে মুখে কাপড় বেঁধে ভবনের একাধিক জানালায় বেশ কয়েকজনকে উদ্ধারের আকুতি জানাতে দেখা যাচ্ছে।
বেলা ৩টা ০২: ফায়ারের একটি ক্রেনে দিয়ে ৩ জনকে নামিয়ে আনার চেষ্টা। এদের মধ্যে একজন নারী রয়েছেন।
বেলা ৩টা ০০: ফায়ার কন্ট্রোল জানাচ্ছে ঘটনাস্থলে এখন তাদের ৮টি স্টেশনের ২০টি ইউনিট কাজ করছে।
বেলা ২টা ৫৬: ফায়ার সার্ভিসের আরও একটি ল্যাডারবাহী গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে।
বেলা ২টা ৫৫: পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠছে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন।
বেলা ২টা ৫৩: ১১তলা থেকে একজন লাফ দিয়ে নিচে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে।
বেলা ২টা ৫২:  হেলিকপ্টার থেকে পানি ছেটাচ্ছে বিমান বাহিনী।

ভবনের বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়েছে

বিজ্ঞাপন

বেলা ২টা ৫০: আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী যোগ দিয়েছে। তিন বাহিনীর সদস্যরাই রয়েছেন সেখানে।
বেলা ২টা ৪৮: পাশের ভবনের জানালা থেকে একজনকে বেরিয়ে আসার চেষ্টা করতে দেখা যায়। ফায়ারের একজন কর্মী তাকে লাফ না দেওয়ার অনুরোধ জানাচ্ছিলেন।
বেলা ২টা ৪৫: অন্তত একজন নিহত হয়েছেন বলে ঘটনাস্থল থেকে জানা গেছে।
বেলা ২টা ৪০: যে ফ্লোরে আগুন লেগেছে সেটি একটি রেস্টুরেন্ট বলে জানাচ্ছেন স্থানীয়রা।
বেলা ২টা ৩৫: ফায়ারের ল্যাডার দিয়ে উপরের তলাগুলোতে আগুন নেভাতে প্রচণ্ড বেগে পানি ছেটানো হচ্ছে।
বেলা ২টা ৩০: ভবনে আটকে পড়া কয়েকন ভিডিও বার্তায় উদ্ধারের আকুতি জানিয়েছেন।
বেলা ২টা ২৫: ভবনের সামনের রাস্তায় যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বেলা ২টা ১৬: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিস।
বেলা ২টা ১৫: আগুন বাড়ছে, ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে চারপাশ।
বেলা ২টা ১০: ভবন থেকে অন্তত ০৭ জন লাফিয়ে পড়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়।
বেলা ২টা ০৮: ভবনে আটকে পড়াদের উদ্ধারে বনানীর আকাশে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার
বেলা ২টা ০৫: আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন নৌবাহিনীর সদস্যরা।
বেলা ২টা ০৫: আহত এক শ্রীলংকান নাগরিককে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি।
বেলা ২টা ০৪: ভবনের নবম তলা থেকে অন্তত চারজন লাফিয়ে পড়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বেলা ২টা ০১: ফায়ারের এক কর্মকর্তা জানালেন, শুরুতে পানির সংকট থাকলেও এখন বিভিন্ন ভবনের নিচের রিজার্ভার থেকে পানি তুলে আগুন নেভানোর চেষ্টা চলছে।
বেলা ২টা ০০: ফায়ারের একজন কর্মকর্তা জানালেন ভবনের ভেতর অনেকে আটকা পড়েছেন।
বেলা ১টা ৫৯: ভবনের ভেতরে অনেকেই আটকা পড়েছেন বলেই ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।
বেলা ১টা ৫৪: প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ভবনের  গ্লাসগুলো ভেঙে পড়ছে।
বেলা ১টা ৫৩: আগুনের ঘটনাস্থলে পৌঁছান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম
বেলা ১টা ৫২: যে ভবনে আগুন লেগেছে, তার আশেপাশের ভবনগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বনানীর এফআর টাওয়ারে আগুন, নেভানোর চেষ্টা চলছে, হতাহতের আশঙ্কা

পাশের ভবনের একজনকে জানালা থেকে বাইরে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে

ভবনটির পাশের একটি ভবনে রেডিওটুডে ও অন্য একটি ভবনে দুরন্ত টেলিভিশনের কার্যালয়। রেডিও টুডের একজন কর্মী সারাবাংলাকে জানিয়েছেন, তারা নিরাপদে বাইরে নেমে এসেছেন। দুরন্ত টেলিভিশনের কর্মীরা জানিয়েছেন, তারাও নিরাপদে রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন