বিজ্ঞাপন

‘সিঁড়ি না পাঠালে মারা যাবো’

March 28, 2019 | 2:51 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ‘আমাদের সিঁড়ি পাঠানোর ব্যবস্থা করুন। সিঁড়ি না পাঠালে আমরা ধোঁয়ায় মারা যাবো।’ রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পর ভেতরে আটকাপড়ারা উদ্ধারকর্মীদের কাছে এভাবে অনুরোধ জানান।

বিজ্ঞাপন

এফআর টাওয়ারের ভেতর থেকে নিজের ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন সেজুতি স্বর্ণা নামের একজন। ওই ভিডিওতে দেখা যায়, এফআর টাওয়ারে অবস্থানরত সবার নাকে-মুখে কাপড় চাপা দিয়ে হাঁটছেন, ভেতরটা পুরোটাই অন্ধকার।

আরও পড়ুন: বনানীর এফআর টাওয়ারে আগুন, প্রতি মুহূর্তের আপডেট

ফায়ার সার্ভিস জানায়,  ৯তলা থেকে আগুনের সূত্রপাত।  ভেতরে অনেকের আটকা পড়েছেন, হতাহতের আশঙ্কা অনেক। ইতোমধ্যেই আহত শ্রীলংকান এক নাগরিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। ভবনে আটকা পড়েছেন অনেকেই। অন্তত ৭ জন ভবন থেকে নিচে লাফিয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। আটকাপড়াদের উদ্ধারে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার আকাশে টহল দিচ্ছে।
সারাবাংলা/জেএ/এমএনএইচ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন