বিজ্ঞাপন

নুসরাত হত্যার বিচার চেয়ে পদযাত্রা

April 12, 2019 | 2:19 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সাত দিনের মধ্যে ফেনীর সোনাগাজীর মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার বিচার না করলে জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে গৌরব ৭১।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ এপ্রিল) সকালে গৌরব ৭১-এর আহ্বানে ‘যৌন নিপীড়ন ও ধর্ষণবিরোধী পদযাত্রা’ শীর্ষক এ পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা শেষে জাতীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন গৌরব ৭১ এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন।

এফ এম শাহীন বলেন, ‘নুসরাত জাহান রাফির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। না হলে এমন অপরাধ হতেই থাকবে। আমরা চাই এরপর আর কোনো ধর্ষণ না হোক। আগামী সাত দিনের মধ্যে এই ঘটনার বিচার না হলে আমরা জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করবো।’

বিজ্ঞাপন

পদযাত্রার আগে জিটিভি ও সারাবাংলা ডটনেটের এডিটর ইন চীফ সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘২০০৬ সাল থেকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলা একের পর এক এমন অপকর্ম করে আসছেন। এ ঘটনায় স্থানীয় কিছু ব্যক্তির বিশেষ ভূমিকা আছে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা প্রমাণ করে যে, স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র অধ্যক্ষকে অপকর্ম করতে প্রশ্রয় দিয়েছিল। এ সংঘবদ্ধ চক্রের বিচার চাই আমরা।

ইশতিয়াক রেজা আরো বলেন, ‘যারা খুনীদের প্রশ্রয় দিচ্ছে তারা শুধু প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করছে না বরং তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এদের বিচার করতে হবে।’

ঢাবির উপ-উপাচার্য ড. আবদুস সামাদ বলেন, ‘একাত্তরের জামায়াত নেতাদের সহযোগী অধ্যাপক সিরাজ উদ দৌলার মতো ব্যক্তিরা আজও আমাদের সমাজে উপস্থিত। এমন ঘটনা দেখে আমরা শিউরে উঠি। এমনটা মোটেও কাম্য নয়। এমন ঘটনার সঙ্গে জড়িত সবার বিচারের পাশাপাশি যারা এদের আশ্রয় দেয়, মদদ দেয়, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। কারণ তারাও এই ঘটনায় সমান অপরাধে অপরাধী।’

বিজ্ঞাপন

এছাড়াও, নুসরাত হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন পূর্ণিমা ফাউন্ডেশনের চেয়ারম্যান পূর্ণিমা রানী শীল। তিনি বলেন, ‘নুসরাতের পরিবার এখন কতোটা মানসিক চাপে রয়েছে তা আমি বুঝি। কারণ, একই রকম পরিস্থিতির ভেতর দিয়ে আমার পরিবারকেও যেতে হয়েছে। এর বিচার না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে। আমি প্রধানমন্ত্রীকে বলবো এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন।’

‘যৌন নিপীড়ন ও ধর্ষণবিরোধী পদযাত্রা’ শীর্ষক এ পদযাত্রায় আরও বক্তৃতা রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, গণজাগরণ মঞ্চের নেতা বাপ্পাদিত্য বসু, রোকেয়া হল সংসদের এজিএস ফাল্গুনী দাস তন্বী, তাসনুভা আনান শিশির, জাহিদ সোহেল, চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিবসহ আরো অনেকে।

সারাবাংলা/টিএস/জেএএম

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন