বিজ্ঞাপন

শপথ নিতে সংসদে ফখরুল ছাড়া সবাই

April 29, 2019 | 5:27 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

সংসদ ভবন থেকে: দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিতে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে পৌঁছেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির আরও চার প্রার্থী মো. আমিনুল ইসলাম, হারুনুর রশিদ, উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ও মোশারফ হোসেন। তাদের শপথ পড়াতে প্রস্তুত স্পিকারের কার্যালয়ও। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পড়াবেন।

বিজ্ঞাপন

সোমবার (২৯ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে বিএনপির এই চার প্রার্থী সংসদে স্পিকারের কার্যালয়ে পৌঁছান। চার প্রার্থীর মধ্যে মো. আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে, হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে, উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া-২ ও মোশারফ হোসেন বগুড়া-৪ আসন থেকে বিজয়ী হয়েছিলেন একাদশ নির্বাচনে।

আরও পড়ুন- ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতির অপেক্ষায় বিএনপির ৩ বিজয়ী

স্পিকারের কার্যালয়ের একটি সূত্র সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, এরই মধ্যে বিএনপির নির্বাচিত চার প্রার্থীর শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই চার জন সংসদ সদস্য হিসেবে শপথ নিলে বিএনপি’র বিজয়ী ছয় প্রার্থীর মধ্যে কেবল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাদ থাকবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন- সিদ্ধান্তে অনড় বিএনপি, হাল ছাড়েননি উকিল-হারুন-আমিনুল

এর আগে, বিকেল সোয়া ৪টার দিকে বিএনপির বিজয়ী প্রার্থীদের মধ্যে দু’জনের সঙ্গে কথা হয় সারাবাংলার। তারা জানান, শপথ নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমতির অপেক্ষায় রয়েছেন বিএনপির বিজয়ী তিন প্রার্থী— মো. আমিনুল ইসলাম, হারুনুর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।

তবে বিজয়ী প্রার্থীদের শপথ নেওয়ার বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাবাংলাকে বলেন, ‘আমি অসুস্থ, বাসায় আছি। এ বিষয়ে কিছু বলতে পারব না।’

বিজ্ঞাপন

আরও পড়ুন- ভাবছেন উকিল, অপেক্ষায় হারুন, নীরব আমিনুল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনের মধ্যে মাত্র আটটি আসনে জয় পায় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। তাদের মধ্যে বিএনপি থেকে ছয় জন এবং গণফোরাম থেকে নির্বাচিত হন দু’জন। তবে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ভোটের দিন রাতেই ফলাফল বর্জনের ঘোষণা দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। পরে সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয়, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী আট প্রার্থীর কেউ শপথ নেবেন না।

এই সিদ্ধান্ত অমান্য করে গত ৭ মার্চ শপথ নেন মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ও ২ এপ্রিল শপথ নেন সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের আরেক প্রার্থী মোকাব্বির খান। সবশেষ গত ২৫ এপ্রিল দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী জাহিদুর রহমান।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন