বিজ্ঞাপন

সংরক্ষিত আসনে রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা

May 28, 2019 | 7:59 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রুমিন একক প্রার্থী হওয়ায় এবং তিনি নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ইসির যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবুল কাসেম বলেন, এই নির্বাচনে রুমিন ফারহানা একক প্রার্থী ছিলেন। তার মনোনয়নপত্রও যাচাই-বাছাইয়ে বৈধ হয়েছিল। এই নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করায় একক প্রার্থী হিসেবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

গত ২০ মে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের একটি আসনে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। সেদিন বিএনপির একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন রুমিন ফারহানা। মনোনয়নপত্রে সংযুক্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে মঙ্গলবার (২১ মে) দুপুরে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

বিজ্ঞাপন

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে ৫০টি সংরক্ষিত আসন বণ্টন করা হয়। অর্থাৎ সরাসরি ভোটে নির্বাচিত ছয় আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন বণ্টন হয়। দলীয় একটি সংরক্ষিত আসনের বিপরীতে একাধিক প্রার্থী থাকলে সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে সংরক্ষিত আসনের প্রার্থী নির্বাচিত হন। আর একাধিক প্রার্থী না থাকলে একক প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ছয়টি আসনে জয় পেয়েছিল। সেই হিসাবে তাদের জন্য একটি সংরক্ষিত নারী আসন বরাদ্দ হয়। গত ৮ মে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন বিএনপির সংরক্ষিত একটি নারী আসনের জন্য তফসিল ঘোষণা করেন।

সারাবাংলা/জিএস/টিআর

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন