বিজ্ঞাপন

এবার নদী ভাঙন ও জলাবদ্ধতা রোধে আগাম ব্যবস্থা নিয়েছে সরকার

June 15, 2019 | 3:24 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

চাঁদপুর: চলতি বছর সারা দেশে নদী ভাঙন ও জলাবদ্ধতা রোধে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

বিজ্ঞাপন

শনিবার (১৫ জুন) দুপুরে চাঁদপুরের মতলব উত্তরে প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ কে এম এনামুল হক শামীম আরও বলেন, বর্ষা ও বন্যাকে সামনে রেখে সারাদেশে ৬৫টি এলাকা চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে ২২টি নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। নদী ভাঙন প্রবণ এলাকায় কর্মকর্তা সংখ্যাও বাড়ানো হয়েছে।

সকালে চাঁদপুরের মতলব উত্তরের ধনাগোদা সেচপ্রকল্প, নদী ও খাল ড্রেজিংসহ প্রায় ৫০০ কোটি টাকা ডিপিপি কাজ প্রকল্পও পরিদর্শন করেন মন্ত্রী। এসময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুলসহ পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন