বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর খু‌নিদের দেশে এনে রায় কার্যকর সম্ভব

June 29, 2019 | 8:04 pm

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

ঢাকা: বঙ্গবন্ধুর খু‌নি‌দের দেশে ফিরিয়ে এনে তাদের রায় কার্যকর করা সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বিজ্ঞাপন

শনিবার (২৯ জুন) বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের ছয়জনের মধ্যে যে দুইজনের অবস্থান নিশ্চিত করা গেছে। তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর না করা গেলে আমরা নিজেদের ব্যর্থ মনে করব।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও ব‌লেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের ছয়জনের মধ্যে একজন বিদেশে থাকা অবস্থায় মারা গেছেন। দুজনের অবস্থান আমরা পরিষ্কারভাবে জানি। এর বাইরে আরও তিনজনের অবস্থান সম্পর্কে খবর শুনেছি। খু‌নিরা যেসব দেশে আছেন, তাদের ফিরিয়ে আনা একটু কঠিন। তবে সেসব দেশের সঙ্গে আমরা যুক্ত হয়েছি।’

বিজ্ঞাপন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যে অপপ্রচার চলছে, সেটা বিএনপি-জামায়াতের অপপ্রচারের ফল। আওয়ামী লীগের ৭০ বছরের ইতিহাসের মধ্যে ৫৬ বছর বিরোধীদল ছিল। কতটা শক্তিশালী হলে একটি দল বারবার ক্ষমতায় আসে।’

ভারতের মাধ্যমে সরকার কতটা প্রভাবিত? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে ভারত। তারা আমাদের এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। ভারতের সঙ্গে আমাদের শেকড়ের সম্পর্ক। কোনো বন্ধুপ্রতিম দেশকে হেয় করার মতো নোংরা রাজনীতি আওয়ামী লীগ করে না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নারী নেত্রী অধ্যাপক মেরিনা জাহানসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএমএইচ/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন