বিজ্ঞাপন

ফের প্রধান তিন সড়কে চলছে রিকশা

July 10, 2019 | 11:54 am

ঢাকা: রাজধানীর প্রধান তিনটি সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে টানা দু’দিন আন্দোলনের পর ফের রিকশা চলাচল শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুলাই) সকাল আটটা থেকে রিকশা চলাচলে নিষিদ্ধ গাবতলী-আসাদগেইট, সাইন্সল্যাব-আজিমপুর এবং প্রগতি সরণির কুড়িল-রামপুরা-মালিবাগ-সায়দাবাদ সড়কগুলোতে রিকশা চলাচল করতে দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় রিকশার সংখ্যা কিছুটা কম। ফলে এখনও অন্যান্য যানবাহনগুলো গতি পাচ্ছে সড়কে।

উত্তর বাড্ডার ৬০টি রিকশার মালিক মোহম্মাদ বাকের শেখ সারাবাংলাকে বলেন, ‘গত দুইদিনের আন্দোলনের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে বুধবার সকাল থেকে চালকেরা সড়কগুলোতে রিকশা নিয়ে নেমেছে। এরপর যদি কোনো বাধা আসে সেক্ষেত্রে আমাদের নেতারা পরবর্তী সিদ্ধান্ত নিবেন।’

আরও পড়ুন: রিকশাচালকদের অবরোধে স্থবির সড়ক

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে প্রগতি সরণির রিকশাচালক মো. রফিক সারাবাংলাকে বলেন, ‘গতকাল আমাদের নেতারা বলেছেন আমাদের দাবি মেনে নেয়া হয়েছে। তাই আজ থেকে রিকশা নিয়ে সড়কে নেমেছি দুই-চার পয়সা ইনকাম করতে। গত দুইদিন তো কিছুই ইনকাম হয়নি।’

বাংলাদেশ রিকশা-ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী সারাবাংলাকে বলেন, ‘প্রধানমন্ত্রী একনেকে প্রধান সড়কের একপাশে ধীরগতির যানবাহনের জন্য লেন তৈরির নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনা পাওয়ার পরেও যদি কোনো রিকশাচালক আন্দোলন করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আজ থেকে আমাদের রিকশাচালকরা সড়কে রিকশা নিয়ে নেমেছে। আমরা সকাল ১১টা পর্যন্ত পর্যবেক্ষণ করব কোথাও কোনো বাধা আসে কি না। যদি বাধা না আসে তাহলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করব। বৈধ রিকশা ব্যতিত কোনো রিকশা শহরে যেনো চলতে না পারে এবং অবৈধ রিকশাগুলো যাতে উচ্ছেদ করা যায় সেজন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্টদের সহায়তা চাওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/ওএম/জেএএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন