বিজ্ঞাপন

ডেঙ্গু: ঢামেক হাসপাতালে মৃতের সংখ্যা ১২

August 4, 2019 | 10:03 pm

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দিপালী (২৩) নামে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ঢামেকেই ১২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

বিজ্ঞাপন

রোববার (৪ আগস্ট) বিকেলে হাসপাতালের হাইডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, গত ১ আগস্ট জ্বর নিয়ে হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে (ওসেক) ভর্তি হয় দিপালী। সেদিনই তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনি মারা যান। এ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে ১২ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, দিপালীর বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়। বর্তমানে তিনি ঢাকার দোহার এলাকায় থাকতেন।

বিজ্ঞাপন

রোববার বিকালেই দিপালীর স্বজনরা মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছে।

সারাবাংলা/এসএসআর/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন