বিজ্ঞাপন

ডেঙ্গু জ্বর নিয়ে বিকেলে ভর্তি, সন্ধ্যায় মৃত্যু

August 5, 2019 | 9:47 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ডেঙ্গু জ্বর নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তির কয়েকঘণ্টা পর এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে গত কয়েকদিনে ১৪ জনের মৃত্যু হলো।

বিজ্ঞাপন

হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, মৃত ব্যক্তির নাম নকুল কুমার দাস (৪৫)। সোমবার (৫ আগস্ট) বিকেলে তিনি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে (ওসেক) তিনি মারা যান।

নকুল কুমার দাসের ভাতিজা শুভ দাস জানান, তাদের বাড়ি রাজধানীর শনির আখড়ায়। নকুল কুমার দাস স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করতেন। ২০১৬ সালে ব্রেইন স্ট্রোক করার পর চাকরি থেকে অবসর নিয়েছিলেন।

শুভ জানান, তিনদিন ধরে তার চাচা জ্বরে আক্রান্ত ছিলেন। বিকেলে বাসায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে ভর্তির পরপরেই তাকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, রোববার (৪ আগস্ট) রাতে হাসপাতালের ৭০১ নম্বর ওয়ার্ডে হাসান নামে এক ব্যক্তি মারা যান। হাসানের বাবার নাম মোহাম্মদ আলী। তারা খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় থাকতেন।

একইদিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপালী আক্তার (২৩) নামে আরেক রোগী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন