বিজ্ঞাপন

প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, মেয়রকে স্কার্ট পরিয়ে ঘোরানো হলো শহর

August 7, 2019 | 7:55 pm

আন্তর্জাতিক ডেস্ক

নির্বাচনের আগে অনেক রকম প্রতিশ্রুতিই দেন প্রার্থীরা। নির্বাচিত হওয়ার পর তার খুব কমই পূরণ করেন। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়া মেয়রকে শাস্তি দেওয়ার নতুন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন দক্ষিণ মেক্সিকোর একটি শহরের বাসিন্দারারা।

বিজ্ঞাপন

মেক্সিকোর হুইক্সটন শহরের মেয়র হ্যাভিয়ার হিমেঞ্জ নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় মেয়েদের স্কার্ট পরিয়ে শহরে ঘোরান ক্ষুব্ধ বাসিন্দারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনার ভিডিওতে দেখা গেছে মেয়র বলছেন, আমি প্রতিশ্রুতি পূরণে চেষ্টা করেছি। কিন্তু অর্থের অভাবে তা পূরণ করতে পারিনি।

নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, শহরের পানি সরবরাহের সংকট দূর করবেন এবং এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবেন। কিন্তু পরে কথা রাখতে ব্যর্থ হওয়ায় তার ওপরে ক্ষুব্ধ হয় নগরবাসী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন