বিজ্ঞাপন

‘বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের খুঁজতে তদন্ত কমিশন গঠন হবে’

August 15, 2019 | 6:06 pm

নৃপেন রায়, সিনিয়র করেসপন্ডেন্ট

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) থেকে: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘জাতির পিতার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং নায়কদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিশন গঠন করা হবে। এটা একটু সময় লাগছে। সেই তদন্ত কমিশনের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে যারা ছিল তাদের আমরা খুঁজে বের করার চেষ্টা করব এবং প্রয়োজনে তাদেরও বিচার করা হবে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, এটা মুষ্টিমেয় দৃশ্যমান ব্যক্তিগুলো যারা ছিল। এর পেছনে একটি বৃহৎ শক্তি ছিল। এখানে পাকিস্তানে বিশ্বাসী আমলারা ছিল, সেনাবাহিনীর বিরাট একটি অংশ ছিল, ব্যবসায়ীরা ছিল। এরা বঙ্গবন্ধুর অর্জন স্বাধীনতা মেনে নিতে পারেনি। তারাই প্রতিশোধ নিয়েছে। এই বিচার কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আসার পর ১৯৯৬ সালে আইনী প্রক্রিয়ায় যাতে বিচার হয়, সেটা সুপ্রিম কোর্টের রায়ের পরিপক্ষিতে বিচার শুরু করেছিলেন।’

বিজ্ঞাপন

‘সেটা মুষ্টিমেয় কিছু। কিন্তু এ ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। কারণ এই কয়েকজন এতো বড় নেতাকে হত্যা করতে পারে না। বিশ্বের এমন নন্দিত নেতাকে যিনি স্বাধীনতা দিয়েছেন, সেই নেতাকে মুষ্টিমেয় কয়েকজন হত্যা করতে পারে না। এরা সামনে ছিল, পেছনে যারা; এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা এবং নায়ক ছিল, তাদের ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে। একটা তদন্ত কমিশন গঠন করা হবে। একটু সময় লাগছে। সেই তদন্ত কমিশনের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে যারা ছিল তাদের আমরা খুঁজে বের করার চেষ্টা করর। প্রয়োজনে তাদেরও বিচার করা হবে।

ভবিষ্যৎ প্রজন্মদের কাছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচনের জন্যই এই কমিশন গঠন করে বাকিদের বিচার করা হবে বলেন শেখ সেলিম।

শেখ সেলিম বলেন, ‘ভবিষ্যৎ বংশধরদের জন্য, এটা বাঙালি জাতির জন্য জানার সুযোগ থাকবে, এই এই অপরাধীরা বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা যা অর্জন হয়েছিল, সব হত্যা করেছিল। সুতরাং এ ব্যাপারে আমাদের চিন্তাভাবনা একটা তদন্ত কমিশন গঠন করা হবে এবং এর নেপথ্যের নায়কদেরও খুজে বের করার চেষ্টা করছি। ইনশাল্লাহ, সেটা আমরা করতে পারব।’

বিজ্ঞাপন

শেখ সেলিম বলেন, ‘যে জাতির জন্য বঙ্গবন্ধু সারাটা জীবন কষ্ট ভোগ করল, নির্যাতন সহ্য করল, সেই বাঙালিরাই, বাঙালিদের একটা অংশ হত্যা করল। পাকিস্তানিরাও কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করতে সাহস পায় নাই। তিনি যাদের জন্য করল, তারাই তাকে নৃশংসভাবে হত্যা করল। শুধু একা না, একটি পরিবারের ১৮ জনকে হত্যা করল।’

বঙ্গবন্ধুকে হত্যা করে খুনি মোশতাক, জিয়া যেন এর বিচার না হয় সেই ব্যবস্থা করল। পৃথিবীর কোথাও নাই হত্যাকারীদের বিচার হয় না। মোশতাক-জিয়া ইনডেমনিটি দিল নিজেদেরকে রক্ষা করার জন্য। কারণ তারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল।

সুতরাং একাত্তরের পরাজিত শক্তি, আন্তর্জাতিক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল এবং বঙ্গবন্ধুকে হত্যার পর একে একে যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল তাদের জিয়াউর রহমান ক্ষমা ঘোষণা করল ডিসেম্বর মাসে ক্ষমতা দখলের কয়েক দিন পরেই। জিয়াউর রহমান এই বিচারের ট্রাইব্যুনালকে ভেঙে দিল এবং তাদেরকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠত করল বলেও উল্লেখ করেন বঙ্গবন্ধুর ভাগিনা শেখ সেলিম।

টুঙ্গিপাড়ার কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, কাজী আকরাম উদ্দিন আহমেদ, সভাপতিমণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কার্যনির্বাহী সংসদের সদস্য এস. এম কামাল হোসেন, মির্জা আজম, আমিরুল আলম মিলন উপস্থিতত ছিলেন। এছাড়াও টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে আয়োজিত সকল কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া আসেন শেখ হাসিনা। এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র বাহিনী কর্তৃক অনার গার্ড প্রদান ও মোনাজাত করা হয়।

সারাবাংলা/এনআর/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন