বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ খুনি গ্রেফতার

August 19, 2019 | 12:57 pm

আন্তর্জাতিক ডেস্ক

একটি খুনের মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে, দুই বছর পলাতক থাকার পর অবশেষে অস্ট্রেলিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ খুনি জোনাথন ডিককে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার (১৯ আগস্ট) সিটি  শপিং সেন্টারের লেনওয়ে থেকে দুইজনের সাথে মারামারিরত অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে। খবর বিবিসির।

বিজ্ঞাপন

৪১ বছর বয়সী জোনাথন তার ভাই ডেভিড ডিককে ২০১৭ সালে তলোয়ারের আঘাতে খুন করেন। নৃশংস এই হত্যাকান্ডের পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশ। তারপর থেকেই জোনাথন পলাতক।

গত বছর পুলিশের পক্ষ থেকে তার সন্ধানদাতার জন্য এক লাখ অস্ট্রেলিয়ান ডলার পুরস্কার ঘোষণা করা হয়।

সিটি শপিং সেন্টারের সিসিটিভি ফুটেজ থেকে জোনাথনকে শনাক্ত করার পরপরই পুলিশ গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। এ সম্পর্কে এখনও পুলিশ কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

বিজ্ঞাপন

তবে, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ছবি থেকে দেখা যায় রক্তাক্ত অবস্থায় জোনাথন ডিককে পুলিশের হেফাজতে নেওয়া হচ্ছে।

সারাবাংলা/একেএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন