বিজ্ঞাপন

ছন্দে ফিরতে মরিয়া বাংলাদেশ

September 12, 2019 | 8:50 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

দক্ষিণ আফ্রিকা বধে বিশ্বকাপের শুরুটা দারুণ হলেও শেষ দিকে এসে সেই ছন্দ হারান মাশরাফিরা। হতশ্রী ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের ডামাডোলে উপমহাদেশের উঠতি পরাশক্তি দলটির বৈশ্বিক আসরের সেমি ফাইনাল স্বপ্ন থেকে গেছে অধরা। শেষটা হয়েছে ১০ দলের মধ্যে পয়েন্ট টেবিলের আটে থেকে। শিষ্যদের দৃষ্টিকটু পারফরম্যান্সের জেরে চাকুরি খুইয়েছে কোচিং স্টাফ।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছিল শ্রীলঙ্কা সফর দিয়ে হারানো ছন্দ পুনরোদ্ধার হবে। কিসের কী? লঙ্কাভিযানে যেন আরও বিবর্ণ লাল সবুজের দল! তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে হোয়াটওয়াশের কালিমা নিয়ে ফিরল দেশে। যেন তানপুরার সবক’টি তার একে একে ছিঁড়ে গেল! সেই তারে জোড়া দিতে আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচটি ছিল দারুণ সুযোগ। কিন্তু সেখানেও ব্যর্থ হলেন সাকিবরা।

এমতাবস্থায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) থেকে মিরপুরে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজটির দিকে নিশানা তাক করেছেন টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো। চাইছেন প্রবল বিক্রমে শিষ্যরা ঘুরে দাঁড়াবে। অবশ্য এমন কোনো প্রতিশ্রুতি তিনি দেননি। তবে একথা বেশ আত্মবিশ্বাস নিয়েই বলেছেন যে নিজেদের সেরাটি উজাড় করে দিতে সাকিবরা কার্পণ্য দেখাবেন না।

প্রধান কোচ জানালেন, ‘আমরা প্রতিটি ম্যাচই জয়ের জন্য খেলব, বিশেষ করে টি-টোয়েন্টিতে। আমি নিশ্চয়তা দিচ্ছি না। তবে আমি যেটা বলতে পারি, ছেলেরা তাদের সেরা খেলাটিই খেলবে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ডমিঙ্গো শিষ্যদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। মূলত এই দুই দলের দ্বৈরথেই তিন জাতির এই টুর্নামেন্টের পর্দা উঠবে। কিন্তু প্রতিপক্ষ দলটি আইসিসির নিষেধাজ্ঞা ও নানা বিতর্কে যে টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তাতে এই ম্যাচতো বটেই পুরো টুর্নামেন্টেই পিছিয়ে থাকার কথা। কিন্তু বাংলাদেশ কোচ শোনালেন অন্য কথা। তার মতে, এই টুর্নামেন্ট দিয়েই তারা আবার নিজেদের ক্রিকেটে সুদিন ফেরাতে পারে।

বিজ্ঞাপন

ডমিঙ্গো যোগ করেন, ‘জিম্বাবুয়ে যে চরাই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে তাতে আমি নিশ্চিত এই টুর্নামেন্টই আাগামীতে তাদের একাকীভূত হতে সাহায্য করবে।’

কিন্তু সাদা বলের খেলা বলেই শিষ্যদের ওপর অবিচল আস্থা রাখছেন এই প্রোটিয়া কোচ, ‘সাদা বলে নিজেদের দিনে বাংলাদেশ যে কোনো দলকেই হারাতে পারে। আমাদের দলে কয়েকজন বিশ্বসেরা পারফর্মার আছে। আপনি দলটির অভিজ্ঞতার দিকে তাকান। বিশ্বকাপে ওরাই ছিল দ্বিতীয় অভিজ্ঞতম দল। অতএব আমি বলব দলে অভিজ্ঞতার কোনো কমতি নেই। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, আমি নিশ্চিত আমাদের হারানো কঠিন হবে।’

মিরপুর শের-ই-বাংলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। বরাবরের মতো এবারও বিশ্বের নানা প্রান্তে থাকা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য খেলা দেখার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম র‌্যাবিটহোল। এই প্রথমবার বিশ্বের নানা প্রান্ত থেকে উপভোগ করা যাচ্ছে টাইগারদের খেলা। প্রায় ২০০ দেশ থেকে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি সরাসরি উপভোগ করতে ক্লিক করুন এখানে: www.rabbitholebd.com

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন