বিজ্ঞাপন

যুদ্ধ থামিয়েছি আমি, নোবেল পেয়েছে অন্যজন: ট্রাম্প

January 10, 2020 | 10:47 pm

আন্তর্জাতিক ডেস্ক

নোবেলপ্রাপ্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্ষেপ যেন থামছেই না। তিনি চুক্তি করেছেন, যুদ্ধ থামিয়েছেন। তবু অন্য একজন সম্মানজনক নোবেল শান্তি পুরস্কার পেয়েছে বলে আক্ষেপ করেছেন ট্রাম্প।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ওহিওতে ভাষণকালে ট্রাম্প এ বিষয়ে কথা বলেন। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, আমি একটি চুক্তি করেছি। একটি দেশ বাঁচিয়েছি। এরপর শুনলাম ঐ দেশের প্রধান নোবেল পুরস্কার পেয়েছেন দেশকে রক্ষা করার জন্য। এ নিয়ে আমার কি করার আছে। কিন্তু এভাবেই এটা হয়। আমি একটি বড় যুদ্ধ থামিয়েছি। বেশ কয়েকটি যুদ্ধ থামিয়েছি।

প্রসঙ্গত ২০১৯ সালে, শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, দ্বন্দ্ব নিরসনে প্রচেষ্টা ও ইরিত্রিয়ার সঙ্গে সীমান্তে সংঘাত বন্ধের স্বীকৃতি হিসেবে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলিকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। ট্রাম্প বক্তৃতায় তাকেই ইঙ্গিত করেছেন।

বিজ্ঞাপন

গত বছরের সেপ্টেম্বরেও ট্রাম্প অভিযোগ করেন, নোবেল পুরস্কারটা সৎভাবে দেওয়া হয় না। তিনি তখন বলেছিলেন, তিনি অনেক কাজের জন্যই নোবেল পুরস্কারটি পেতে পারতেন। যদি এটি সততার সঙ্গে দেওয়া হতো।

সারাবাংলা/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন