বিজ্ঞাপন

ভোটাররা উৎফুল্ল, যত বাধাই আসুক তারা ভোট দেবেন: তাবিথ আউয়াল

January 13, 2020 | 1:45 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘আমরা দেখছি সিটি নির্বাচনকে কেন্দ্র করে ভোটাররা উৎফুল্ল। যতই বাধা আসুক যেভাবেই হোক, এবার জনগণ ভোট দেবেন।’

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) তেজগাঁওয়ের তেজকুনিপাড়া এলাকায় চতুর্থ দিনের প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে, সকালে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।

বিএনপির এই প্রার্থী বলেন, ‘আমরাও মাঠে আছি। আমরা ভোটারদের আহ্বান জানাচ্ছি, আশ্বস্ত করছি, আমরা ওনাদের সঙ্গে থাকবো। এক সাথে ভোটটা আমরা সবাই যেন বিজয়ী হয়ে আসতে পারি। জনগণের সাহস, উৎফুল্লতা দেখে আমি ১০০ ভাগ বিশ্বাস করি আমার ধানের শীষই জয় লাভ করবে।’

আমরা চতুর্থ দিনের প্রচারণা শুরু করেছি, জনগণের বেশ সাড়া পাচ্ছি জানিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘সাড়ার সঙ্গে সঙ্গে আমরা হামলা ও মামলারও শিকার হচ্ছি। আমরা সব প্রার্থী এবং ভোটারদের জন্য একটি নিরাপদ ঢাকা শহর এবং প্রচারের সময় নিরাপত্তা বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে।’

বিজ্ঞাপন

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা ভোটারদের ওপর আস্থা রাখছি। জনগণই আমাদের শক্তি, এই জনশক্তি নিয়ে আগামী ৩০ তারিখ ভোটে অবশ্যই জয় লাভ করবো। সমস্ত উত্তর সিটি করপোরেশন ধানের শীষের পক্ষে।’

সোমবার প্রচারণার শুরুতে তাবিথ আউয়াল প্রথমে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। পরে কলমিলতা সুপার মার্কেটের উত্তর পাশের রাস্তা দিয়ে তেজকুনিপাড়া, ভাওয়ালবাগ, খেলাঘর মাঠ, রেলওয়ে মার্কেট, গির্জার উত্তর পাশ, স্টেশন রোড, বিজ্ঞান কলেজ, পূর্ব তেজতুরী বাজার, কারওয়ান বাজার রেললাইন পর্যন্ত প্রচারণায় অংশ নেন।

বিজ্ঞাপন

‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, ইভিএম মানি না’

 

দুপুরে তেজগাঁও ট্রাক্সট্যান্ড, সাতরাস্তা, দীপিকার মোড়, বেগুনবাড়ি ছিদ্দিক মাস্টারের ঢাল, মধ্য বেগুনবাড়ি, কুনিপাড়া, মধ্যকুনিপাড়া, হেপিহোম, বাবলী, জিএমজির মোড়, নিকেতনের ২নং গেইট ও নাবিস্কোর মোড় পর্যন্ত প্রচারণা চালান।

বিকালে নাখালপাড়া রেলগেইট, টাঙ্গাইল বাসস্ট্যান্ড, আড়জতপাড়া ও লিচুবাগান এলাকায় অংশ নেবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এমও

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন