বিজ্ঞাপন

শিক্ষার্থীদের ওপর গুলি, উত্তপ্ত জামিয়া মিলিয়ার ক্যাম্পাস

January 30, 2020 | 7:23 pm

আন্তর্জাতিক ডেস্ক

দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে এক যুবক। এতে একজন আহত হয়েছেন। পুলিশ আটক করেছে অস্ত্রধারীকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম এনডিটিভি।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যাম্পাস থেকে রাজঘাট পর্যন্ত শান্তি মিছিলের আয়োজন করেছিলেন আন্দোলনকারীরা। কালো জ্যাকেট ও সাদা ট্রাউজার পরা এক যুবক আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। সে গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে আসে আর মুখে বলতে থাকে ‘এই নে তোদের আজাদি (মুক্তি)’।

বিজ্ঞাপন

পুলিশি নিরাপত্তা ভেদ করে অস্ত্রহাতে এক যুবক কীভাবে ক্যাম্পাসে প্রবেশ করে সেই প্রশ্ন সবার। গুলি চালানোর আগে ওই যুবক ফেসবুকে লাইভ করেছে বলেও জানা গেছে।

গত বছরের ১৫ ডিসেম্বর নাগরিকত্ববিরোধী প্রতিবাদে উত্তাল হয় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। সে আন্দোলন এখনো চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন