বিজ্ঞাপন

কোন নীতিমালার ভিত্তিতে পিএইচডি ডিগ্রি, জানতে চান হাইকোর্ট

February 4, 2020 | 3:39 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কোন নীতিমালার ওপর ভিত্তি করে পিএইচডি ডিগ্রি দিচ্ছে, তা তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) এ বিষয়টি তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

একইসঙ্গে ঢাবি শিক্ষকের পিএইচডি জালিয়াতির ঘটনায় তদন্ত করে ঢাবির উপাচার্যকে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন আদালত।

এ সংক্রান্ত জারি করা এক রিটের শুনানি শেষে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিচারপতি এএফআর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া, পিএইচডি ডিগ্রি দেওয়া চূড়ান্ত হওয়ার আগে জালিয়াতির ঘটনা রোধে তথ্য প্রযুক্তি ব্যবহার করে যাচাই-বাছাইয়ের জন্য কেনো নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিজ্ঞাপন

এছাড়া, জালিয়াতি রোধে কেন ব্যবস্থার নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

গত ২২ জানুয়ারি এ বিষয়ে রিট দায়ের করেন আইনজীবী মনিরুজ্জামান লিংকন। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/জেএএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন