বিজ্ঞাপন

ঈদ উপলক্ষে তৈরি হতো নকল প্রসাধনী, একজনকে জেল-জরিমানা

March 16, 2020 | 2:03 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: পুরান ঢাকার দেবীদাস ঘাটের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কসমেটিকস পেয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদদলত। নকল কসমেটিকস উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে উৎপাদনকারীকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব।

বিজ্ঞাপন

রোববার (১৪ মার্চ) দিবাগত মধ্যরাতে এই অভিযান চালানো হয়। অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল দেবীদাস ঘাট এলাকায় একটি বাসায় নকল প্রসাধনী তৈরির কারখানা বানিয়ে পণ্য তৈরি করছে। আমরা সেখানে বিপুল পরিমাণ নকল ক্রিম ও লোশন তৈরির কাঁচামাল পেয়েছি।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ওই কারখানায় পাকিস্তান ও ভারতের বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি রঙ ফর্সাকারী নকল ক্রিম ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মেহেদীও তৈরি করা হচ্ছিল। এছাড়া ইউনিলিভারের ফেয়ার অ্যান্ড লাভলীর নতুন যে ক্রিম বের হয়েছে সেটিও নকল করা হয়েছে। আগামী ঈদকে সামনে রেখে এসব পণ্য ঢাকাসহ সারাদেশে বাজারজাত করার পরিকল্পনা ছিল।

নকল পণ্য তৈরির অভিযোগে হাসান মাহমুদ সুমন নামে একজনকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একজন পলাতক রয়েছে বলেও জানান ম্যাজিস্ট্রেট। তিনি আরও বলেন, ‘এসব নকল কসমেটিকস ব্যবহার করলে ত্বকে নানা ধরণের সমস্যার সৃষ্টি হয়। দীর্ঘ মেয়াদী চর্মরোগ হতে পারে।’

বিজ্ঞাপন

ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা ও র‌্যাব-১০ অভিযানে সহায়তা করে।

সারাবাংলা/ইউজে/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন