বিজ্ঞাপন

মদের বিল দেওয়া নিয়ে মারামারিতে ব্যবসায়ীর মৃত্যু, গ্রেফতার ১

March 16, 2020 | 5:13 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর বনানীতে হোটেল সুইট ড্রিম বারে মদ খেয়ে নাচানাচি করার পর বিল দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি ও পরে মারামারিতে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসায়ী শেহজাদ খান (৪৫) মারা গেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ অভিযোগে বাবু হাওলাদার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) গুলশান জোনের অতিরিক্ত উপ কমিশান গোলাম সাকলায়েন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ১১ মার্চ রাতে এই ঘটনার পর বনানী থানায় একটি হত্যা মামলা করেন তার ভাই কামাল হোসেন। মামলাটির তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) উত্তর বিভাগ।’

এডিসি বলেন, ‘শেহজাদকে হত্যার অভিযোগে রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে উত্তর বাড্ডা এলাকা থেকে বাবু হাওলাদারকে (৩৭) গ্রেফতার করা হয়। গ্রেফতার বাবু হাওলাদার সাব রেজিস্ট্রার অফিসের মাস্টার রোলে উমেদার হিসেবে কাজ করেন।’

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে গোলাম সাকলায়েন বলেন, ও‘ইদিন রাত ২টার পর বনানী হোটেল সুইট ড্রিমের বার হতে বের হয়ে শেহজাদ খানকে নিয়ে হোটেলের ৬ষ্ঠ তলায় মদ পান করেন ও নৃত্য দেখেন বাবু হাওলাদার। তারা দুজনই পুর্ব পরিচিত ও বন্ধু ছিলেন। মদ পান করার প্রায় ৮ হাজার টাকা বিল আসে। বিল পরিশোধের সময় বাবু হাওলাদার বিলের টাকা শেয়ারের জন্য শেহজাদ খানকে বলেন। এসময় বিলের টাকা পরিশোধকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা উভয়ে পৃথকভাবে হোটেলের নিচে নেমে পুনরায় হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হন।’

বিজ্ঞাপন

তখন হোটেলের অন্যরা তাদের মারামারি থামিয়ে দিলে তারা হোটেল থেকে বের হয়ে রাস্তায় এসে আবারও মারামারি শুরু করেন। এসময় শেহজাদ খান রাস্তায় পড়ে যান। গুরুতর অবস্থায় শেহজাদকে রাস্তায় ফেলে রেখেই বাবু হাওলাদার পালিয়ে যান। পরবর্তীতে পথচারীরা শেহজাদ খানকে উদ্ধার করে সিএনজিযোগে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তদন্তের বিষয়ে তিনি বলেন, ‘দায়িত্ব পাওয়ার পর আমরা প্রথমে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করি। আশপাশের সিসিটিভি ফুটেজ ও পুলিশ কন্ট্রোল রুমের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামি শনাক্ত ও গ্রেফতার করা হয়। আসামি প্রাথমিকভাবে দায় স্বীকার করেছেন। এঘটনায় বিশদ জিজ্ঞাসাবাদের জন্য আসামি বাবু হাওলাদারকে সাত দিনের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’

গত বুধবার ভোরে কামাল আতাতুর্ক এভিনিউয়ে সুইট ড্রিম হোটেলের সামনে শেহজাদকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানান, ‘তার (শেহজাদ) শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নের পাশাপাশি শরীরে অ্যালকোহল পাওয়া গেছে।’

সারাবাংলা/ইউজে/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন