বিজ্ঞাপন

করোনায় অসহায়দের পাশে বাফুফে

March 27, 2020 | 8:32 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাসের কারণে দেশে এক প্রকার লকডাউন চলছে। এমনতাবস্থায় সবচেয়ে অসহায় অবস্থায় দিনানিপাত করছে দিনমজুররা। খাবার ও নিত্য প্রয়োজনীয় খাবার দিয়ে এই অসহায় মানুষদের পাশে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। করোনাক্রান্তি শেষ না হওয়া পর্যন্ত নিয়মিতভাবে অসহায়দের সাহায্য করে যাবে দেশের সর্বোচ্চ ফুটবল ফেডারেশন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার বাফুফে ভবনের সামনে এই অসহায়- দরিদ্র মানুষদের খাবার বিতরণ করেছে ফেডারেশন।

দিনমজুর এই দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়ে দেশকে আরও সুন্দর করার অনুরোধ জানিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন বলেন, ‘করোনার ক্রান্তিলগ্নে আমরা দাঁড়াতে চাই। সেজন্য বেকার যুবক বিশেষ করে সংস্কার কর্মী, শ্রমিক, রিকশাচালকসহ দিনমজুরদের খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র দেয়ার চেষ্টা করেছি। সবাইকে এভাবে পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।’

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিয়মিতভাবে খাবার ও প্রয়োজনীয় জিনিস দিয়ে পাশে থাকার উদ্যোগ অব্যাহত রাখা হবে বলে জানায় ফেডারেশন।

সারাবাংলা/জেএইচ/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন