বিজ্ঞাপন

মাস্ক ও স্যানিটাইজার রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

April 2, 2020 | 7:29 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ থেকে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণায়ের অধীন আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এর আগে গত ২৪ মার্চ বাণিজ্য মন্ত্রণালয় এ পণ্য দুটি রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

ওই সময় বিজ্ঞপ্তি বলা হয়েছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে করোনাভাইরাস সংক্রমণরোধে ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা পূরণের লক্ষ্যে দেশে উৎপাদিত এ পণ্য দুটির রফতানি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞাপন

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে করোনভাইরাসের শনাক্ত হয়। এরপর থেকে ভাইরাসটি সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত পৃথিবীর প্রায় ২০৩টি দেশে এই ভাইরাসে প্রায় ১০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। আর মারা গেছে প্রায় ৫০ হাজার মানুষ।

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন