বিজ্ঞাপন

লক্ষণ না লুকিয়ে করোনার পরীক্ষা করুন: স্বাস্থ্যমন্ত্রী

April 15, 2020 | 7:09 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের (কোভিড-১৯) লক্ষণ দেখা দিলে তা লুকিয়ে না রেখে দ্রুত পরীক্ষা করুন। লক্ষণ দেখা দিলে মানুষকে তা লুকিয়ে না রেখে বেশি বেশি পরীক্ষা করতে হবে। আমাদের কিটের কোনো সংকট নেই। আরও আনা হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ এপ্রিল) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের লাইভ বুলেটিনে এ আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টেস্টিং (নমুনা পরীক্ষা) বৃদ্ধি করা গেলে আক্রান্ত মানুষগুলো শনাক্ত হবে ও ভাইরাসটি বেশি ছড়াতে পারবে না। এ ক্ষেত্রে তথ্য না লুকিয়ে সবাইকে করোনা টেস্ট করতে এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘এরইমধ্যে বাংলাদেশে ১৪ হাজার ৮৬৮টি পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৭৪০টি পরীক্ষা হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ২১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও চারজন মৃত্যুবরণ করেছেন। করোনা রোগী শনাক্ত করতে এ পরীক্ষার সংখ্যা আরও অনেক বেশি বৃদ্ধি করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আজকের নতুন চারজন মৃত ব্যক্তির মধ্যে একজন ছিলেন চিকিৎসক।’ করোনায় মৃত চিকিৎসকের তথ্য বলতে গিয়ে মন্ত্রী এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন।

মৃত চিকিৎসককে নিজের ভাইয়ের সঙ্গে তুলনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসা সেবা দিতে গিয়ে একজন সম্ভাবনাময় চিকিৎসকের মৃত্যু ভীষণ কষ্টের। তার মৃত্যু আমার নিজের ভাইয়ের মৃত্যুসম কষ্টের। তার মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রীসহ গোটা দেশবাসী কষ্ট পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন