বিজ্ঞাপন

সম্পত্তি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

April 27, 2020 | 9:56 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নগরীর ডবলমুরিং থানার পানওয়ালা পাড়ায় হাড্ডি কোম্পানির মোড়ে মফজল সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

মৃত আজগর আলী (৫০) মফজাল সওদাগরের বড় ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই আব্বাস আলী (৪৫) পলাতক আছেন বলে জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ।

ওসি সদীপ সারাবাংলাকে বলেন, ‘দুই ভাই পৈতৃক একই ভবনে থাকেন। বাড়ির সামনে একটি দোকান নিয়ে দু’জনের মধ্যে বিরোধ ছিল। এর আগেও ওই দোকান দখল-বেদখল নিয়ে একাধিকবার ঝগড়া হয়েছে।’

বিজ্ঞাপন

ওসি আরও জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির উঠানে আবারো ঝগড়া শুরুর পর আব্বাস বড় ভাইকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারেন। বুকে ইটের টুকরার আঘাত লেগে সেখানে ঢলে পড়েন আজগর। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন সারাবাংলাকে বলেন, আজগরের হৃদরোগও ছিল। ভারতে গিয়ে চিকিৎসা করে তিন মাস আগে দেশে ফেরেন। বুকে ইটের আঘাতের পর হৃদরোগেও মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদনে সবকিছু পরিষ্কার হবে।

আজগরের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার পর থেকে পলাতক আব্বাসকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন