বিজ্ঞাপন

কিংবদন্তী রিচার্ড হ্যাডলি ঘুষ দিতে চেয়েছিলেন সতীর্থদের

May 7, 2020 | 1:27 pm

স্পোর্টস ডেস্ক

স্যার রিচার্ড হ্যাডলিকে সবাই মনে রেখেছে কিংবদন্তী পেসার হিসেবেই। নিউজিল্যান্ডের হয়ে এক সময় বিশ্ব শাসন করেছেন তার বিধ্বংসী পেস বোলিং দিয়ে। তবে সম্প্রতি তার ক্রিকেটীয় ক্যারিয়ারের মজার এক স্মৃতি চারণ করেছেন রিচার্ড হ্যাডলি। স্কাই স্পোর্টসের এক পডকাস্টে জানালেন ১৯৮৬ সালে অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর সতীর্থ ক্রিকেটারদের ঘুষ হিসেবে এক সপ্তাহের ছুটি কাটানোর প্রস্তাব দিয়েছিলেন তিনি। আর ছুটি কাটানোর জন্য নিজের লেক হাউজ প্রস্তাব দিয়েছিলেন এই কিংবদন্তী পেসার।

বিজ্ঞাপন

ঘটনাটি ১৯৮৬ সালে যখন অস্ট্রেলিয়ার মাটি থেকে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয় করে আসে নিউজিল্যান্ড সেবারের। স্যার রিচার্ড হ্যাডলির আগুন ঝরা বোলিংয়ের সামনে যেন টিকতেই পারেনি অজিরা। তিন ম্যাচ টেস্ট সিরিজে সেবার স্যার রিচার্ড একাই নিয়েছিলেন ৩৩টি উইকেট। আর তাতেই অজিদের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয় নিশ্চিত হয় কিউইদের। বিপত্তিটা বাঁধে হ্যাডলির ৩৩ উইকেট পাওয়া নিয়েই। দুর্দান্ত এই পারফরম্যান্সের পর সেবছরের বিশ্বের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নেন তিনি।

স্যার রিচার্ড হ্যাডলিকে সে বছর আলফা রোমালুন পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে সিরিজ শেষে হ্যাডলির হাতে একটি গাড়ির চাবি দেওয়া হয়। আর তাকে বলা হয় গাড়িটি নিউজিল্যান্ডে জাহাজে করে পাঠিয়ে দেওয়া হবে। যা শুনে খুবই খুশি হয়েছিলেন হ্যাডলি।  তিনি বলেছিলেন, ‘এটা তো তাহলে খুবই ভালো হয়।’

তবে সমস্যাটা বাঁধে কিউই দল যখন প্লেনে করে ফিরছিল তখন। সে সময় নিউজিল্যান্ড দল সে সময় সব ধরনের পুরস্কার টিম ফান্ডে প্রদান করত। আর তাই তো বিপত্তি বাঁধে গাড়িটা হ্যাডলির নিজের কাছে রাখা নিয়ে। হ্যাডলি বলেন, ‘যখন আমরা প্লেনে করে ফিরছিলাম তখন ম্যানেজমেন্ট থেকে আমাকে বলে রিচার্ড তুমি গাড়িটা বিক্রি করে এবং ওই অর্থ টিম ফান্ডে প্রদান করবে।’

বিজ্ঞাপন

তবে গাড়িটা নিজের কাছে রাখতে বদ্ধ পরিকর ছিলেন স্যার হ্যাডলি। তাই তো তিনি পালটা প্রশ্ন করেন, বলেন, ‘যদি আমি গাড়িটা নিজের কাছে রাখতে চাই? উত্তরে ম্যানেজমেন্ট থেকে বলে, তাহলে আমার পকেট থেকেই গাড়ি বিক্রির অর্থ টিম ফান্ডে প্রদান করতে হবে। যা ওই সময় নিউজিল্যান্ডের মুদ্রায় ছিল ৩০-৩৫ হাজার ডলার।’

আর এরপরেই নিজ সতীর্থদের তার লেক টপো রিসোর্টে এক সপ্তাহের জন্য ছুটি কাটানোর প্রস্তাব দেন। যেন তিনি গাড়িটা নিজের কাছে রাখতে পারেন। তিনি বলেন, ‘গাড়িটা নিজের কাছে রাখার ভুতটা অনেক দিন ধরেই আমার মাথার মধ্যে ছিল। আমার মনে হয় বেশিরভাগই সেই সিদ্ধান্তে মনক্ষুণ্ন হয়েছিল ওই সময়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন