বিজ্ঞাপন

মেঘনা নদীতে একই পরিবারের ১১ জনকে অপহরণচেষ্টা

May 8, 2020 | 10:51 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

লক্ষ্মীপুর: জেলার মজু চৌধুরী হাটের মেঘনা নদীতে ভোলা যাওয়ার নদীপথে ট্রলার আটয়ে একই পরিবারের ১১ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। এসময় ট্রলার আটকে মুক্তিপণ চেয়ে সবাইকে মারধর করে অপহরণকারীরা। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকেরা এগিয়ে এলে অপহরণকারীরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে টহলরত নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের সবাইকে উদ্ধার করে।

নৌ পুলিশ জানায়, শুক্রবার দুপুরে নদীপথে লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট মেঘনা নদী হয়ে ভোলা যাওয়ার একই পরিবারের ১১ জনকে অপহরণ করার চেষ্টা করে মুখোশ পরিহিত বেশ কয়েকজন যুবক। এসময় বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকাও আদায় করে তারা।’

বিজ্ঞাপন

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, আরও ১০ হাজার টাকা না দেওয়ায় তাদের ৭ বছরের শিশু সন্তান লামিয়াকে পানিতে পেলে দেয় অপহরণকারীরা। পরে পরিবারের কয়েকজন নদীতে লাফিয়ে পরে শিশুটিকে উদ্ধার করে। ততক্ষণে অপহরণকারীরা পালিয়ে যায়।

নৌ পুলিশের ইনচার্জ অচিন্ত্য কুমার দে জানান, টহলরত অবস্থায় নৌ পুলিশ খবর পেয়ে ১১ জনকে উদ্ধার করেছে। পুলিশ যেতে যেতে অপহরণকারীরা পালিয়ে যায়। ভিকটিমদের অভিযোগ গ্রহণ করা হয়েছে। অপহরণকারীদের ৭ জনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন