বিজ্ঞাপন

কৃষি অধিদফতরের মহাপরিচালক ও তার মেয়ে করোনায় আক্রান্ত

May 10, 2020 | 12:17 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আব্দুল মূঈদ ও তার কন্যা নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। শনিবার (৯ মে) রাতে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স।

বিজ্ঞাপন

প্রিন্স জানান, শনিবার আব্দুল মূঈদ ও তার কন্যার করোনা টেস্টে ফলাফল পজেটিভ আসে। তারা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে কৃষি মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সারাবাংলাকে জানান, শনিবারই তাদের ফলাফল পজেটিভ এসেছে। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এ ছাড়াও এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউটের (এটিআই) মূখ্য প্রশিক্ষক নূরুল আমিন পাটোয়ারি জ্বর শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো তার করোনা টেস্টের রেজাল্ট পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আব্দুল মূঈদসহ সকলের জন্যে সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে দোয়া চাওয়া হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাখাইনে রোহিঙ্গাদের গ্রহনযোগ্যতা ও আরাকান আর্মিব্যাটারিচালিত যানবাহন বন্ধের ঘোষণায় সিপিবি’র ক্ষোভভিয়েতনাম মুক্তিসংগ্রামের অবিসংবাদিত কিংবদন্তি হো চি মিনমেট্রোরেলে ভ্যাট যাত্রীর ওপর চাপবে, পুনর্বিবেচনার অনুরোধ‘বৈষম্যমূলক’ পেনশন ব্যবস্থা প্রত্যাহারের দাবি বুয়েট শিক্ষকদের‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধবিজয়ীদের ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার’ দিলেন প্রধানমন্ত্রী৬ বছর পর কুবিতে অনুষ্ঠিত হলো ছায়া জাতিসংঘ সম্মেলনবঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি সব খবর...
বিজ্ঞাপন