বিজ্ঞাপন

‘সত্যিকারের নায়করাই এমন কাজ করে’ মুশফিকের প্রশংসায় আফ্রিদি

May 15, 2020 | 11:22 pm

স্পোর্টস ডেস্ক

পাঁচ দিনের আলোচিত নিলাম শেষে বিক্রি হয়েছে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির ব্যাটটি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদির ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’। ব্যাট কিনে এক ভিডিও বার্তায় এমন উদ্যোগের জন্য মুশফিকুর রহিমকে প্রসংশায় ভাসিয়েছেন আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, এমন কাজ সত্যিকারের নায়করাই করে থাকেন।

বিজ্ঞাপন

ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, ‘আসসালামু আলাইকুম মুশফিক। সাধারণ মানুষের জন্য আপনি যে কাজ করছেন তা খুবই চমৎকার।  সত্যিকারের নায়করাই কেবল এমন কাজ করতা পারে। আমরা একটা কঠিন সময় পার করছি। এই সময়ে একজনকে আরেকজনের প্রয়োজন। বাংলাদেশে আমি যে ভালোবাসা পেয়েছি তা সব সময়ই মনে থাকবে। আমি পাকিস্তানিদের পক্ষ থেকে আপনার ব্যাট কিনে আপনার এই মহৎ উদ্যোগের অংশ হতে চাই। সমস্ত পাকিস্তান এবং শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের দোয়া আপনার সঙ্গে আছে। ইনশা আল্লাহ এই রোগ থেকে আল্লাহ আমাদের মুক্তি দিবেন। আর ক্রিকেট মাঠে আবারও আমরা মিলিত হবো।’

শুক্রবার (১৫ মে) রাতে ফেসবুক লাইভে এসে তার ব্যাটটি আফ্রিদির কেনার কথা জানিয়েছেন মুশফিক। এই ব্যাট দিয়ে ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে অপরাজিত ২০০ রান করেন মুশফিক যা দেশের জন্য টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি। আগেই জানানো হয়েছিল নিলামে ব্যাট বিক্রির পুরো অর্থই ব্যায় করা হবে করোনাভাইরাসের কারণ আর্থিকভাবে বিপদে পড়া মানুষদের জন্য।

নিলাম থেকে আফ্রিদির ব্যাট কেনার গল্প শুনিয়েছেন মুশফিক। তিনি বলেন, ‘শহীদ আফ্রিদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগযোগ করেন। তারপর আমি তাকে লিংক পাঠিয়েছিলাম। আফ্রিদি তা দেখেন আর জানান, যে দাম উঠেছে সেটা তার সামর্থের মধ্যে নয়। আপনারা জানেন প্রথম দিকে আমাদের অনেক ভুয়া বিড উঠেছিল। সব শেষে তিনি ১৩ মে আনুষ্ঠানিক অফার লেটার পাঠান। যেটার দাম ২০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১৬ লাখ ৮০ হাজার টাকারও বেশি। এই টাকায় তিনি আমার ব্যাটটা কিনে নিয়েছেন। পরে তার ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়। পিকাবু বিষয়টি চূড়ান্ত করেছে।’

বিজ্ঞাপন

মুশফিকের ব্যাটের নিলাম তত্বাবধান করেছে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ‘পিকাবু’।

সারাবাংলা/এসএইচএস/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন