বিজ্ঞাপন

অক্টোবরে অক্সফোর্ডের করোনা টিকা, মিলবে এক কাপ কফির দামে

July 11, 2020 | 2:07 pm

আন্তর্জাতিক ডেস্ক

নভেল করোনাভাইরাস সংক্রমণে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কথা মাথায় রেখে চলতি বছরের অক্টোবরের মধ্যেই অক্সফোর্ড ইউনিভার্সিটি উদ্ভাবিত করোনা’র টিকা মাত্র এক কাপ কফির দামে বিতরণের কথা ভাবছে উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রোজেনেকা ফার্মা। খবর দ্য ইকোনোমিস্ট।

বিজ্ঞাপন

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার বরাতে অস্ট্রেলিয়ার একটি শীর্ষ সংবাদমাধ্যম জানাচ্ছে, করোনা’র টিকা উদ্ভাবনের দৌড়ে অন্য সবার চেয়ে এগিয়ে আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি-অ্যাস্ট্রোজেনেকা ফার্মা।

অক্সফোর্ড ইউনিভার্সিটি উদ্ভাবিত ওই টিকা প্রস্তুত ও উৎপাদনের কাজ করছে যুক্তরাজ্যভিত্তিক অ্যাস্ট্রোজেনেকা ফার্মাসিটিক্যাল। যাদের কাছে ইতোমধ্যেই দুই বিলিয়ন ডোজ টিকার আগাম অর্ডার জমা হয়েছে।

এ ব্যাপারে অ্যাস্ট্রোজেনেকার তরফ থেকে বলা হয়েছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আগস্ট-সেপ্টেম্বর নাগাদ সব ক্লিনিকাল ট্রায়ালের ফলাফল তাদের হাতে আসবে। সঙ্গেসঙ্গেই তারা ব্যাপক উৎপাদন শুরু করার প্রস্তুতি নিয়ে রেখেছে। সেক্ষেত্রে, আগামী অক্টোবর নাগাদ এই টিকা বিতরণের ব্যাপারে ভাবছে তারা।

বিজ্ঞাপন

এর আগে, চলতি বছরের এপ্রিলে যুক্তরাজ্যে এবং জুন থেকে দক্ষিণ আফ্রিকায় ওই টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে।

অক্সফোর্ডের করোনা’র টিকা প্রসঙ্গে যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্কফোর্সের প্রধান কেইট বিংহ্যাম জানিয়েছেন, অন্য সকল কোম্পানির চেয়ে টিকার দৌড়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা অনেক এগিয়ে আছে। সব ঠিক থাকলে এই ক্ষেত্রে যুক্তরাজ্য বিশ্বকে নেতৃত্ব দিতে যাচ্ছে।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারনে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ বিশ্বে ইতোমধ্যেই এক কোটি ২৬ লাখ ৩০ হাজার ৮৭২ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৬২ হাজার ৮৮৮ জনের।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন