বিজ্ঞাপন

যথাযোগ্য মর্যাদায় সারাদেশে শোক দিবস পালিত

August 16, 2020 | 12:06 am

সারাবাংলা ডেস্ক

ঢাকা: যথাযোগ্য মর্যাদায় দেশের বিভিন্ন জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয় দিবসটি।

বিজ্ঞাপন

সারাদেশ থেকে সারাবাংলার প্রতিনিধিদের পাঠানো সংবাদ—

ফেনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টায় শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। এরপর জেলা আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শহরের জেটিসি রোডে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বিজ্ঞাপন

দুপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ খান ডাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, পৌর কাউন্সিলর আবু রেজা নান্টুসহ অন্যরা। আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টেও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। পরে বেলা ১১টার দিকে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। সভা শেষে জেলা শিশু একাডেমি কর্তৃক আয়োজিত কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিজ্ঞাপন

ঝিনাইদহে শোক র‌্যালি, আলোচনা, মিলাদ মাহফিল ও গণভোজের মধ্যে দিয়ে জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন সংগঠন।

এদিকে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে সদর উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।

টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার জেলা শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী প্রমুখ।

এদিকে, টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বাষির্কী উপলক্ষে শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে একটি শোক র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ করে। বাদ যোহর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া করা হয়।

বিজ্ঞাপন

রংপুরেও যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়সহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, কালোব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনাসভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বাদ জোহর উপজেলার মসজিদ সমুহে বিশেষ মোনাজাত, কোরআন খানি, কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি) আফতাবুজ্জামান আল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম প্রমুখ অংশ নেন।

নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ৯টায় পুরাতন বাস টার্মিনালের বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার পক্ষ থেকে এবং জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা আওয়ামীলীগ, নড়াইল পৌরসভা,নড়াইল প্রেসক্লাব ,মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনা জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা জেলা পরিষদ, পাবনা মেডিকেল কলেজ, পাবনা প্রেস ক্লাব, সকল উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে। এদিন জাতীয় পতকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, রক্তদান, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল, খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা রাত ১২টা ১ মিনিটে পাবনা জেলা পরিষদ চত্ত্বরে “বঙ্গবন্ধুর ম্যুরাল”-এ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিন, জেলা পরিষদ ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদের রশিদ হলে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান প্রমুখ অংশ নেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবিরসহ জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন