বিজ্ঞাপন

ভালো নেই রাবি’র টুকিটাকি চত্বরের ক্ষুদ্র ব্যবসায়ীরা

August 23, 2020 | 8:22 am

আবু সাঈদ সজল, রাবি করেসপন্ডেন্ট

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের উল্লেখযোগ্য আড্ডার প্রাণকেন্দ্র টুকিটাকি চত্বর। এই চত্বর শিক্ষার্থীদের আনাগোনায় মেতে থাকতো সারাক্ষণ। কিন্তু করোনাভাইরাস সেই আনন্দঘন মুহূর্তগুলো স্তব্ধ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে নানা সংকটে জীবনযাপন করছেন ক্যাম্পাসের অধিকাংশ দোকানের মালিক-কর্মচারীরা।

বিজ্ঞাপন

জানতে চাইলে চত্বরের হোটেল ব্যবসায়ী বাবু মিয়া বলেন, ‘আজ পাঁচ মাস, ক্যাম্পাসে যেতে পারি না। নেই হোটেল ঘর। সেই ছোট্ট থেকে ক্যাম্পাসের গণ্ডিতেই কাটিয়ে আসছি শৈশব, কৈশোরে ও বার্ধক্যের এই জীবনটা। শত শত শিক্ষাক ও শিক্ষার্থীর সংস্পর্শে থেকে পেয়েছি স্নেহ ভালোবাসা আর শ্রদ্ধা। কিন্তু ক্যাম্পাসবিহীন এই পাঁচ মাসে যেন আজ নিজেকে অনেক বৃদ্ধ মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, “এখন খেয়ে না খেয়ে কাটছে দিন। ক্যাম্পাসের হোটেলটাই ছিল পরিবারের আয়ের একমাত্র উৎস। করোনার কারণে সেটা বন্ধ হয়ে গেছে। বৃদ্ধ বয়সে এসে তেমন আর কোনো কাজও করতে পারি না। দিনে দু’মুঠো খেয়ে বাঁচাটাও যেন আজ দুরূহ।”

টুকিটাকি চত্বরের হোটেল বয় রনি বলেন, ‘কোনরকম খেয়ে, না খেয়ে দিন পার করতে হচ্ছে। দীর্ঘদিন কাজকর্মহীন থাকায় ধার-দেনা আর নানাজনের সহযোগিতায় দিন পার করতে হচ্ছে।’

বিজ্ঞাপন

টুকিটাকি চত্বরের কম্পিউটার দোকানদার আতাবুল ইসলাম বলেন, ‘খেয়ে না খেয়েই দিন কাটাতে হচ্ছে। প্রতিটি মুহূর্তই যেন আজ হতাশা আর দুর্বিষহ। দীর্ঘ পাঁচ মাসে জীবনকে নতুন করে আবিষ্কার করেছি। অভাবে বিপর্যস্ত জীবন কাটছে প্রতিনিয়ত। কবে আবার টুকিটাকি চত্বর মুখরিত হবে এই প্রত্যাশায় এখন প্রতিদিন রাতে ঘুমাতে যাই।’

সারাবাংলা/এমও

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন