বিজ্ঞাপন

‘গাফিলতির সঙ্গে জড়িতের দ্রুতই গ্রেফতার করা হবে’

September 6, 2020 | 11:21 pm

লোকাল ও স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজ হাবিবুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। বর্তমানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটির তদন্ত চলছে। তবে দেখে বোঝা যাচ্ছে যে, গাফিলতি সেখানে ছিল। গাফিলতির সঙ্গে জড়িতের দ্রুতই গ্রেফতার করা হবে।

বিজ্ঞাপন

রোববার (৬ সেপ্টম্বর) রাত সাড়ে আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখে বাইরে বের হয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিআইজি বলেন, ‘মসজিদ নির্মাণের সময় গ্যাসলাইন কি আগে থেকে ছিল কি না- এসব বিষয় দেখা হচ্ছে। অথবা ইঞ্জিনিয়ারের কোনো ত্রুটি আছে কি না, কিংবা গ্যাসলাইন থাকার পরও মসজিদ কমিটি সেটি নির্মাণ করেছে কি না- সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কর্মকর্তারা কাজ করছেন। গাফিলতির বিষয়টি তারাই বলতে পারবেন। এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। তবে দেখে বোঝা যাচ্ছে যে, গাফিলতি সেখানে ছিল।

এ সময় ঢাকার বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান তার সঙ্গে ছিলেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ সহায়তা দেওয়া হবে। এছাড়া অন্যান্য তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সহায়তা নিয়ে দাঁড়ানো হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জেলা প্রসাশক ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। সেই তদন্ত রিপোর্ট পাওয়া গেলে পরিষ্কার বোঝা যাবে আসলে বিস্ফোরণের ঘটনাটি কেন, কীভাবে ঘটলো। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। একজন বাদে সবার অবস্থা খুবই খারাপ।’

এদিকে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে মোস্তাফিজুর রহমান বলেন, ‘যে কারণে এ দুর্ঘটনা ঘটেছে সেই কারণটিই উদঘাটন হওয়া জরুরি। যার দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটুক না কেন সরকার এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে।’

বিজ্ঞাপন

ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘এ ঘটনায় যারা দায়ী তাদের মামলার আসামি করা হবে। প্রয়োজনে তাদের গ্রেফতার করে চার্জশিট গঠন করে আদালতে পাঠানো হবে।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জায়েদুল আলম, সদর উপজেলার ইউএনও নাহিদা বারিক প্রমুখ।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

Tags: , , , , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন