বিজ্ঞাপন

১৯ সেপ্টেম্বর ভারত নেওয়া হচ্ছে সঙ্গীতশিল্পী আকবরকে

September 9, 2020 | 12:50 pm

আহমেদ জামান শিমুল

সঙ্গীতশিল্পী আকবর সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ১৬ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। তার স্ত্রী কানিজ ফাতেমা জানিয়েছেন তাকে ভারতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সকল প্রস্তুতি শেষ হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর তারা রওনা দিবেন।

বিজ্ঞাপন

কানিজ ফাতেমা বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সারাবাংলাকে বলেন, ‘আমরা ইতোমধ্যে ভারতের চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতালের ডাক্তারের সিরিয়াল পেয়েছি। যদিও আগে যে ডাক্তারকে দেখিয়েছিলাম তার পাইনি। কারণ করোনার কারণে সহজে কোন ডাক্তারেরই সিরিয়াল পাওয়া যাচ্ছে না।’

চেন্নাইয়ে গিয়ে কতদিন থাকবেন তা এখনও জানেন না। ফাতেমা বলেন, ‘আমরা গিয়ে ডাক্তার দেখানোর পর যদি ওনারা বলেন ভর্তি হতে তাহলে হব। এখন থেকে বলতে পারছি না আসলে কতদিন থাকতে হবে।’

অ্যাপেলোতে তারা হার্ট, কিডনি ও চর্ম রোগের ডাক্তারকে দেখাবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তাররা তাদের জানিয়েছেন আকবরের দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। এমনকি চর্মরোগের কারণে শরীরের নানা জায়গায় ঘা হচ্ছে। এগুলো ভালো হবে না। তবে ফাতেমা বলেন, ‘এর আগে আমরা যখন ভারত গিয়েছিলাম তখন কিন্তু চর্মরোগটা ভালো হয়েছিলো।’

বিজ্ঞাপন

গতবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য। সঞ্চয়পত্র থেকে প্রতি তিন মাস পর ৪৯ হাজার টাকা করে পেতেন। তা দিয়ে সংসার ও চিকিৎসা চলত। সে টাকা ভাঙ্গিয়ে আকবরকে ভারতে চিকিৎসা করানোর কথা বলেছিলেন কানিজ ফাতেমা। সঞ্চয়পত্র কি ভাঙ্গানো গেছে?

‘এটা হানিফ সংকেত (উপস্থাপক) স্যার কাজ করছেন। আমাদেরকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন দেওয়া হয়েছিল। বলা হয়েছে, এটা ভাঙ্গালে আমাদের সংসার কীভাবে চলবে। পরবর্তীতে তারা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে চেষ্টা করবেন সঞ্চয়পত্রটি যাতে না ভাঙ্গানো লাগে এবং চিকিৎসার জন্য নতুন সহায়তার ব্যবস্থা করা যায় কিনা’—বলেন কানিজ ফাতেমা।

বর্তমানে তাহলে আপনাদের সংসার কিংবা আকবরের চিকিৎসা খরচ কীভাবে চলছে? ফাতেমা বলেন, ‘হানিফ সংকেত স্যার ও ডিপজল ভাইয়া সহায়তা করছে। ওনাদের কারণে কোন সমস্যা হচ্ছে না।’

বিজ্ঞাপন

এদিকে আকবরের কন্যা অথৈ তার বাবার জন্য দোয়া চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লেখেন, ‘আব্বু বাসায় আসার পর এখন একটু ভালো আছে।অল্প অল্প খাচ্ছে,একটু একটু হাঁটা চলাও করছে।আল্লাহর অশেষ রহমতে আমরা আব্বুকে বাসায় নিয়ে আসতে পেরেছি। আল্লাহর কাছে সবসময় দোয়া করছি আল্লাহ্ যেন আব্বুকে পুরোপুরি সুস্থ করে দেয়।সবাই আব্বুর জন‍্য বেশি বেশি দোয়া করবেন।’

হানিফ সংকেতের হাত ধরে বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদি’র মাধ্যমে রাতারাতি শিল্পীস্বীকৃতি পান কণ্ঠশিল্পী আকবর। তার কণ্ঠের বেশকিছু গান শ্রোতামহলে বেশ জনপ্রিয়। বিশেষ করে ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি বেশ জনপ্রিয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন