বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী করোনা নেগেটিভ

November 18, 2020 | 9:36 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ। চতুর্থ দফা টেস্টে কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (১৪ নভেম্বর) আইইডিসিআর-এ প্রথম টেস্টে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র সচিবের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। পরদিন রোববার রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে কোভিড পরীক্ষার ফল দুজনেরই নেগেটিভ আসে। এর পরদিন সোমবার রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল‍্যাব অ্যান্ড ডায়াগনস্টিকস এ তৃতীয় দফায় মন্ত্রীর নেগেটিভ ফল আসে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার (১৭ নভেম্বর) চতুর্থ দফায় আইইডিসিআর-এ মন্ত্রীর কোভিড-১৯ ফলাফল নেগেটিভ আসে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব সুস্থ আছেন। উনাদের শরীরে কোভিড এর কোনো লক্ষণ নেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন