বিজ্ঞাপন

ভারতে ‘রহস্যজনক রোগে’ হাসপাতালে ৩৫০, একজনের মৃত্যু

December 7, 2020 | 2:59 pm

ফিচার ডেস্ক

ভারতে রহস্যজনক এক রোগে কয়েকশ মানুষ অসুস্থ হয়েছেন। দেশটির অন্ধ্র প্রদেশ রাজ্যের এলুরু শহরে অজানা রোগটিতে আক্রান্ত হয়ে অন্তত ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, এ রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যেই অন্ধ্র প্রদেশে অজানা রোগটির প্রাদুর্ভাব শুরু হয়েছে। রহস্যজনক রোগটির ব্যাপারে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, আক্রান্তরা বমি বমি ভাব, খিঁচুনি, কাঁপুনি ইত্যাদি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে আক্রান্তদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি।

সরকারি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, এলুরু শহরের হাসপাতালে রোববার রাত পর্যন্ত ৩৫০ জন ভর্তি হয়েছেন। তবে এর মধ্যে ১৮৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এখনও ১৬৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে অজানা রোগটিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪৫ বছর বয়েসি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সকালে এলুরুর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। ওই দিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

রোববার অন্ধ্র প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী আলা নানি বলেন, রোগটির প্রাদুর্ভাবে পরিস্থিতি সামাল দিতে এলুরুতে ১৫০ এবং বিজয়ওয়াড়ায় ৫০ আরও ৫০ শয্যার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ডোর টু ডোর সার্ভে ও মেডিকেল ক্যাম্পও চালু করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন