বিজ্ঞাপন

কর্মচারীর ঘুষিতে দোকান মালিকের মৃত্যু

March 20, 2018 | 7:24 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : রাজধানীর নারিন্দায় কর্মচারীর কিল-ঘুষিতে ফাস্ট ফুড মালিক ফজলুর রহমানের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সোহেল পলাতক রয়েছে।

মঙ্গলবার (২০ মার্চ) বেলা দেড়টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করে।

মৃত ফজলু ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার চারগা গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। নারিন্দা ওয়াসা স্টাফ কোয়ার্টারে পরিবারের সঙ্গে ভাড়া থাকত সে।

বিজ্ঞাপন

নিহত ফজলুর ভাই মজিবর রহমান জানায়, তার ভাই ফজলু নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়ের পাশে একটি ফাস্টফুডের ব্যবসা আছে। এ দোকানে ৩/৪ মাস যাবৎ সোহেল কাজ করত।

দুপুরে সোহেলের সঙ্গে ফজলুর লোনের টাকা জমা দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কর্মচারী সোহেল ফজলুকে কিল ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। ফজলু অচেতন হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে সোহেল সেখান থেকে পালিয়ে যায়। পরে তার স্বজনরা ফজলুকে হাসপাতালে নিয়ে আসে।

গেন্ডারিয়া থানার ওসি তদন্ত মাহবুব আলম জানায়, কথা কাটাকাটির একপর্যায়ে কর্মচারী সোহেল কিলঘুষি মারে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসএসআর/একে/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন