বিজ্ঞাপন

কালো কোট-গাউন পরতে হবে না বিচারক-আইনজীবীদের

March 31, 2021 | 1:51 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্ট ও দেশের সব অধস্তন আদালতে বিচারক ও আইনজীবীদের কালো কোট ও গাউন পরার বাধ্যবাধকতার বিষয়টি আবারও শিথিল করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মামলার শুনানির সময় আইনজীবী ও বিচারকদের কালো কোট ও গাউন পরতে হবে না।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (৩০ মার্চ) রাতে সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান ক্ষুদে বার্তার মাধ্যমে বিষয়টি সারাবাংলাকে জানিয়েছেন।

তিনি জানান, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করেছেন। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিচারক ও আইনজীবীরা সাদা শার্ট, সাদা শাড়ি বা সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড বা কালো টাই ব্যবহার করবেন। এক্ষেত্রে কালো কোট ও গাউন পরতে করতে হবে না। এ নির্দেশনা সুপ্রিম কোর্ট ও দেশের সব অধস্তন আদালতে অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এনএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন