বিজ্ঞাপন

পাপুলের আসন শূন্য, সংসদকে অবহিত করলেন স্পিকার

April 1, 2021 | 1:18 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: কুয়েতের আদালতে সাজাভোগকারী লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলের আসন শূন্য সংক্রান্ত নোটিশ সংসদকে অবহিত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ এপ্রিল) একাদশ সংসদের দ্বাদশ অধিবেশনে স্পিকার শূন্য হওয়া আসন সংক্রান্ত নোটিশ পড়ে সংসদ সদস্যদের অবগত করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘মোহাম্মদ শহীদ ইসলাম কুয়েতের ফৌজদারি আদালত কর্তৃক ২০২১ সালের ২৮ জানুয়ারি ঘোষিত রায়ে নৈতিকস্খলনজনিত ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় সংসদীয় আসন ২৭৫ ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম পাপুল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬(২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদ সদস্য থাকবার যোগ্য নন। সে কারণে সংবিধানের ৬৭(১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী ২৮ জানুয়ারি হতে তার আসন শূন্য হয়েছে। সংসদের কার্যপ্রণালী বিধি ১৭৮ (৪) বিধি অনুযায়ী সংসদীয় আসন ২৭৫ ও লক্ষ্মীপুর-২ হতে নির্বাচিত সংসদ সদস্যের আসন শূন্য সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতোমধ্যেই জারি করা হয়েছে।’

গত ২৮ জানুয়ারি হতে তার আসনটি শূন্য হয়েছে। আসন শূন্য হওয়ার বিষয়টি সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ (৩) উপ বিধি অনুযায়ী সংসদকে অবহিত করা হলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমআই

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন