বিজ্ঞাপন

‘দুর্যোগের সময়কেও সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে’

April 26, 2021 | 9:12 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: করোনা দুর্যোগের সময়কেও সরকার সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। তাই দুর্যোগ উত্তরণে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির নেতারা।

বিজ্ঞাপন

সোমবার (২৬ এপ্রিল) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল মিটিং নেতারা এসব কথা বলেন।

বাম নেতারা বলেন, ‘দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে না পেরে সরকার দেশবাসীকে নিয়তির ওপর ছেড়ে দিয়েছে। সরকারের দায়িত্বহীনতা ও অকার্যকারিতায় লকডাউনও তামাশায় পর্যবসিত হয়েছে; লকডাউনের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে।’

সরকার একের পর এক ভুল ও আত্মঘাতি নীতিকৌশল দেশবাসীকে বিপদে ফেলে দিয়েছে উল্লেখ করে তারা আরও বলেন, ‘এক বছরের বেশি সময় পেলেও তারা করোনা দুর্যোগ মোকাবিলায় উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। শ্রমজীবী ও স্বল্পআয়ের মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্য ও নগদ টাকা পৌঁছাতে পারেনি। জনপ্রতিনিধিত্ববিহীন সরকার জাতীয় দুর্যোগকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার পরিবর্তে রাজনীতিতে হিংসা-ঘৃণার বিস্তার ঘটিয়ে দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যতকে আরও ঝুঁকির মধ্যে নিয়ে যাচ্ছে।’

বিজ্ঞাপন

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন- পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, সজীব সরকার রতন, সজীব সরকার রতন, স্নিগ্ধা সুলতানা ইভাসহ অন্যরা।

সারাবাংলা/এএইচএইচ/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন