বিজ্ঞাপন

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

May 15, 2021 | 7:39 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মুন্সীগঞ্জ: বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ মে) সন্ধ্যা ৬টার দিয়ে বাতাসের কারণে পদ্মা উত্তাল হয়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হিলাল জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ১৪টি ছোট-বড় ফেরি যানবাহনের পাশাপাশি যাত্রী অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হছে। তবে বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন- ঈদের দ্বিতীয় দিনে শিমুলিয়ায় যানবাহনের চাপ

বিজ্ঞাপন

মো. হিলাল জানান, শিমুলিয়া প্রান্তে কোনো যানজট কিংবা যাত্রীদের ভিড় নেই। আবহাওয়া অনুকূলে এলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হবে বলে জানান তিনি।

এর আগে, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিমুলিয়া ঘাটে যানবাহনের যথেষ্ট চাপ ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে দুই দিকের যাত্রীই ছিলেন।

দুপুরের দিকে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের যাত্রীই ঘাটে বেশি। বাংলাবাজার থেকে রাজধানীগামী কিছু যাত্রীও আসছেন এই ঘাট দিয়ে। পাশাপাশি ঢাকায় ঈদ করে কিছু মানুষ বাড়ি যাচ্ছেন পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন