বিজ্ঞাপন

পায়রা বন্দরে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত

May 25, 2021 | 8:53 pm

লোকাল করেসপন্ডেন্ট

কুয়াকাটা (পটুয়াখালী): পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান নিয়েছে। নিম্নচাপটি আরও ঘূনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রুপ নিয়ে উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট পর্যন্ত নিম্নচাপটি পটুয়াখালীর পায়রা বন্দর থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। তাই, পায়রা বন্দরকে তিন নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান।

এদিকে, গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। সোমবার (২৪ মে) থেকেই উপকূলীয় এলাকার আকাশ হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। গভীর সাগরে অবস্থানরত সকল ট্রলার ও নৌকাগুলোকে নিরাপদ আশ্রয় নিতে বলা হয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে মৎসবন্দর মহিপুরের শিববড়িয়া নদীতে হাজারো ট্রলার আশ্রয় নিয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, জেলার সকল আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এছাড়াও, ট্যুরিস্ট পুলিশ মাইকিংয়ের মাধ্যমে আগত পর্যটকসহ সাধারনদের নিরাপদে আশ্রয়ে যাওয়ার জন্য নির্দেশা দিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন