বিজ্ঞাপন

হেসে খেলেই জিতল ওল্ড ডিওএইচএস

June 5, 2021 | 1:52 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

২০ ওভারের ম্যাচ বৃষ্টির হানায় নেমে এল ১৫ ওভারে। কিন্তু পারটেক্স ব্যাটাররা যেন তা বেমালুম ভুলে গেলেন! দৃষ্টিকটূ স্লথ ব্যাটে ৯০ বলে ৯০ রান ও সংগ্রহ করতে পারলেন না! ৪ উইকেটের খরচায় সাকুল্যে সংগ্রহ করলেন ৭৭ রান। ৭৮ রানের মামুলি লক্ষ্য ডিওএইচএস ছুঁয়ে ফেলল ২১ বল বাকি থাকতেই এবং কোনো উইকেট না হারিয়ে।

বিজ্ঞাপন

শনিবার (৫ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ব্যাটিংয়ে পাঠায় ওল্ড ডিওএইচএস। কিন্তু তাসামুল হকদের ব্যাটিংটা হলো একেবারেই যাচ্ছেতাই রকমের। দলের কোনো ব্যাটারই ব্যক্তিগত ২০ রানের কোঠাও স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ ১৮ রান এসেছে অধিনায়ক তাসামুল হকের ব্যাট থেকে। যা সংগ্রহে তিনি বল খেলেছেন ২৫টি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান এসেছে আব্বাস মুসা, নাজমুল হোসেন মিলন ও ধিমান ঘোষের ব্যাট থেকে। তাতে ১৫ ওভারে, ৪ উইকেটের খরচায় ৭৭ রানের মামুলি সংগ্রহ পায় পারটেক্স স্পোর্টি ক্লাব।

ডিওএইচএস’র হয়ে রকিবুল হাসান ২টি, মোহাম্মদ শান্ত ও আব্দুর রশিদ নিয়েছেন ১টি করে উইকেট।

জয়ের জন্য ৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে আনিসুল ইসলাম ইমন ও রাকিন আহমেদের ঝড়ো ব্যাটে ১১.৩ ওভারেই জয়ের বন্দরে নোঙর ফেলে ডিওএইচএস।

বিজ্ঞাপন

ইমন ৩৩ বলে ২ চার ও ১ ছয়ে অপরাজিত থেকেছেন ৩৩ রানে। আর রাকিন আহমেদ ৩৬ বল খেলে ৬ চারে অপরাজিত থেকেছেন ৪৩ রানে।

প্লেয়ার অব দ্য ম্যাচ বিবেচিত হয়েছেন রাকিন আহমেদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন