বিজ্ঞাপন

অপটিক্যাল ফাইবার ক্যাবল বসবে তিন পার্বত্য জেলায়

June 9, 2021 | 9:33 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান-এই তিন পার্বত্য জেলায় অপটিক্যাল ফাইবার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে পার্বত্য অঞ্চলে অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনের কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয় প্রক্রিয়াকরণের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৯ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৬তম বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্পটির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চল বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে অপটিকাল ফাইবার ক্যাবল সংযোগ স্থাপন করতে হবে। আমাদের কানেকটিভিটি বাড়াতে হবে। সেই কাজটি করার জন্যই আমাদের ক্যাবল স্থাপন করতে হবে। সেই কাজটি করার অনুমোদন আমরা দিয়েছি, তারা কাজটি করতে পারবে। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ কজটি করবে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সাংবাদিকরা জানান, দুর্গম এলাকায় স্থায়ী নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে “টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত এলাকাসসূহে ব্রডব্যান্ড কানেক্টিভিটব স্থাপনর (কানেক্টেড বাংলাদেশ)” শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে পার্বত্য অঞ্চলে অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনের কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয় প্রক্রিয়াকরণের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রকল্পের অধীন পার্বত্য অঞ্চলের তিনটি জেলায় (বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি) মোট ৫৯টি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া পার্বত্য অঞ্চলের ইউনিয়নগুলো অতিদুর্গম বিধায় নিরাপত্তা ঝুঁকি ও পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার কথা বিবেচনা করে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/জেআর/এসএসএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন